রবিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩৪:০৩

আমি সাদাদ রহমানের ওয়াইফ ছিলাম, আছি, শেষ দিন পর্যন্ত এই পরিচয়ে থাকব, ইনশাল্লাহ : তনি

আমি সাদাদ রহমানের ওয়াইফ ছিলাম, আছি, শেষ দিন পর্যন্ত এই পরিচয়ে থাকব, ইনশাল্লাহ : তনি

বিনোদন ডেস্ক : আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি বলেছেন, দয়া করে আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট নিউজ, ভুয়া তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামী সাদাদ রহমানেরর সঙ্গে একটি ছবি যুক্ত করে একটি পোস্ট দিয়েছেন তনি।

রোবাইয়াত ফাতিমা তনি পোস্টে বলেন, ‘আমাকে আমার বাচ্চাদের নিয়ে শান্তিতে থাকতে দেন। ভালোভাবে জীবন এবং ব্যবসা পরিচালনার জন্য যতটুকু কাজ করা দরকার, আল্লাহর রহমতে পরিশ্রম করার সেই ধৈর্য এবং মানুষিকতা দুটোই আমার আছে, অতএব আমার জীবন নিয়ে এত ভাবা বন্ধ করেন।

তিনি আরো বলেন, ‘আমি সাদাদ রহমানের ওয়াইফ ছিলাম, আছি, শেষ দিন পর্যন্ত এই পরিচয়ে থাকব, ইনশাল্লাহ। ভদ্রভাবে বললাম, আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে