মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৩২:০৬

শৈশবে ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনার কথা জানালেন অমিতাভ বচ্চন

 শৈশবে ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনার কথা জানালেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক : ফের শুরু হয়েছে ‘কৌন বানেগা ক্রোড়পতি’র জুনিয়রস সপ্তাহ। বরাবরের মতো এবারও জনপ্রিয় এই শোটি উপস্থাপনা করছেন অমিতাভ বচ্চন। খেলা চলাকালীন এক প্রতিযোগীর সঙ্গে কথোপকথনে এবার বিগ বি শেয়ার করলেন তার শৈশবে ঘটে যাওয়া একটি লোমহর্ষক ঘটনা।

কেবিসির স্ক্রিনে প্রতিযোগী প্রনুষার কাছে একটি রেফ্রিজারেটারের ছবিসহ প্রশ্ন আসে, ‘ছবিতে হাইলাইট করা যন্ত্রটিতে সাধারণত কোন বস্তুটি রাখা উচিত?’ যেখানে অপশন দেওয়া থাকে- ফুটবল, দুধ, ঘড়ি এবং কানের দুল। এরপর প্রতিযোগী সঠিক উত্তর দেন, যেটি ছিল দুধ। 

এর পরই বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম এটা কী? আমরা এলাহাবাদে থাকতাম, তখন আমাদের এসি ছিল না। আমরা টেবিল ফ্যানের পেছন থেকে বরফ টুকরো রেখে, সামনে বসে ঠাণ্ডা হাওয়া উপভোগ করতাম।’

এরপর অমিতাভ বচ্চন আরো বলেন, ‘কয়েক বছর পর আমাদের বাড়িতে একটা বড় ফ্রিজ এলো।

ফ্রিজের দরজা খুলতেই গায়ে লাগল ঠাণ্ডা আরাম। একদিন কাউকে কিচ্ছু না বলে ফ্রিজের ভেতর ঢুকে বসেছিলাম। ব্যস! আটকা পড়ে গেলাম। ভয় পেয়ে অনেক চিৎকার করার পর অবশেষে বাইরে থেকে দরজা খোলা হলো। যদিও এই দুষ্টুমির জন্য প্রচণ্ড মার খেতে হয়েছিল।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে