বিনোদন ডেস্ক : অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ড ও রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওন তার ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় রাষ্ট্রীয় ষড়যন্ত্র করার জন্য পোস্ট দিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। এদিকে শাওনকে আওয়ামী লীগে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।
তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যুক্ত করার জন্য এমন দায়িত্ব দেওয়া হয়েছে বলে নেটিজেনদের ধারণা। সম্প্রতি এ অভিনেত্রী জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে ‘সময়রেখা’ নামে এক অ্যালবামে উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিয়েছেন। এরপর সেগুলো থেকে অনেক পোস্ট ডিলিট করেছেন।
এক পোস্টে শাওন উল্লেখ করেছেন, ‘বাচ্চারা এত্ত ভয় পেয়েছে?’ এ পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে তা ডিলিট করে দেন। এদিকে অমর একুশে বইমেলা নিয়েও বিতর্কিত পোস্ট করেছেন।
আওয়ামী লীগপন্থি এ অভিনেত্রী দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
তার মা, তহুরা আলী আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে ১৯৯৬-২০০১ এবং ২০০৯-২০২৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।