শনিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০০:৫৭

পপির জন্য শুভকামনা জানিয়ে ফেসবুকে যা লিখলেন ওমর সানী

পপির জন্য শুভকামনা জানিয়ে ফেসবুকে যা লিখলেন ওমর সানী

বিনোদন ডেস্ক : দীর্ঘ সময় পর অবশেষে স্বামী, সন্তান নিয়ে প্রকাশ্যে এসেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। লুকিয়ে বিয়ে করায় দীর্ঘদিন ধরেই মিডিয়ার আড়ালে ছিলেন অভিনেত্রী। 

তবে জমিসংক্রান্ত বিবাদে প্রকাশ্যে আসেন তিনি। বাবার জমি একাই ভোগ করতে চান পপি— এমন অভিযোগ করে থানায় জিডি করেছে পপির পরিবার। সেই সংবাদে এখন ভাইরাল পপি।

পরিবারের অভিযোগ প্রসঙ্গে সম্প্রতি এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন পপি। জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। জমিটি তিনি আগেই কিনেছিলেন।

তার পরিবার সেটি ভোগ করছে। এমনকী পরিবারের সদস্যদের অনেক অত্যাচারের শিকার তিনি।

এদিকে পপির প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন চিত্রনায়ক ওমর সানী। একসময়ের জনপ্রিয় জুটি ছিলেন পপি-ওমর সানী।

ওমর সানী ১৯৯৭ সালে পপির বিপরীতেই চলচ্চিত্রে অভিষেক করেছিলেন এবং দুজনই ‘কুলি’ সিনেমায় জুটি বেঁধে কাজ করেছিলেন। পাশাপাশি পপি ও ওমর সানী পরিবারের সদস্য, কারণ পপি তার স্ত্রীর ফুফাতো বোন। 

নিজের প্রিয় সহকর্মী ও শ্যালিকা পপির জন্য শুভকামনা জানিয়ে ফেসবুকে ওমর সানী লিখেছেন, ‘তোর প্রতি অনেক শ্রদ্ধা সম্মান, যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অবধি, আল্লাহ তোকে ভালো রাখুক।’

 এ নিয়ে পপির বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। ৩ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়।

পপির বিরুদ্ধে করা তার পরিবারের জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী। 

এ ঘটনায় মুখ খুলেছেন পপি। নায়িকা জানান, জমিটি তারই। এমনকী দীর্ঘ সময় পরিবারের ভরণ-পোষণ তিনি একাই করেছেন। পরিবারের সদস্যরা তার সম্মানহানি করার চেষ্টা করছে। এ ঘটনায় তিনি মর্মাহত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে