সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৪৬:৪৮

রক্তাক্ত সাইফকে দেখে কাঁপতে কাঁপতে যা বলেছিল ছেলে তৈমুর

রক্তাক্ত সাইফকে দেখে কাঁপতে কাঁপতে যা বলেছিল ছেলে তৈমুর

বিনোদন ডেস্ক : পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান গত ১৫ জানুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। পাঁচ দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরেন তিনি। 

কিন্তু এর মধ্যে এই হামলা নিয়ে বহু নাটকীয় ঘটনা ঘটে। জানুয়ারি মাসের ঘটনা ফেব্রুয়ারিতেও থামেনি অভিনেতাকে নিয়ে নানান জল্পনা। 

বাড়ি ফেরার পর গত সপ্তাহে একটি সিনেমার প্রচারে হাজির হয়েছিলেন সাইফ আলি খান। তবে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। অবশেষে আলোচিত সেই ঘটনা নিয়ে বোম্বে টাইমসের সঙ্গে কথা বলেছেন অভিনেতা। 

সাইফ জানিয়েছেন, হামলাকারীর সঙ্গে লড়াই করতে গিয়ে আহত হওয়ার পর তার কুর্তা রক্তে ভেসে গিয়েছিল। সাইফের স্ত্রী কারিনা এবং দুই ছেলে তৈমুর ও জেহ নিচে নেমে হাসপাতালে যাওয়ার জন্য অটো বা ক্যাব খোঁজার চেষ্টা করেন।

সাইফ বলেন, আমি বললাম, ব্যথা লাগছে। পিঠেও সমস্যা হচ্ছে। ও (কারিনা) বলল—তুমি হাসপাতালে যাও, আমি ছেলেদের নিয়ে বোনের (কারিশমা) বাড়ি চলে যাব। ও পাগলের মতো ফোন করছে একে–ওকে। কেউ ফোন তুলছিল না। এরপর ও অসহায়ের মতো তাকায় আমার দিকে। 

অভিনেতা বলেন, আমি শান্ত করতে ওকে বলি— আমি ভালো আছি, আমি মরব না। এরপর তৈমুরও আমাকে প্রশ্ন করে— তুমি কি মরতে যাচ্ছ? আমি ওকেও বলি, না।

অথচ চিকিৎসকের কথা অনুযায়ী, সাইফের বড় ছেলে ইব্রাহিম তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা সেই একই কথা বলেন, আহত সাইফের সঙ্গে ইব্রাহিম ও আট বছরের তৈমুরও এসেছিল।

এ বিষয়ে অভিনেতা বলেন, ‘ও (তৈমুর) ভীষণ ঠান্ডা মাথায় ছিল। আমাকে বলল—আমি তোমার সঙ্গে আসছি। আমারও তখন মনে একটা ভয় কাজ করছিল, যদি কিছু হয়ে যায়… ওকে দেখে আসলে খুব শান্তি লাগছিল। 

তিনি বলেন, আমিও একা হাসপাতালে যেতে চাইনি। আমার স্ত্রী জেনেই ওকে সঙ্গে পাঠিয়েছিল—ও কী করতে পারে। আমার তখন ভালো লাগছিল যে, তৈমুর সঙ্গে যাচ্ছে। মনে হচ্ছিল সৃষ্টিকর্তা না করুন যদি কিছু হয়ে যায়…ও তো সঙ্গে থাকবে। আর ও নিজেও সেটা চাইছে। তখন আমরা তিনজনই হাসপাতালে চলে যাই, আমি, তৈমুর আর হরি, অটোয় চেপে।’

উল্লেখ্য, ২১ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান সাইফ আলি খান। চলতি মাসের শুরুর দিকে নেটফ্লিক্স ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে প্রথম জনসমক্ষে আসেন অভিনেতা। গলায় ব্যান্ডেজ ও হাতে কাস্ট নিয়েই মঞ্চে উঠে সাইফ ‘জুয়েল থিফ’-এর প্রচার করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে