সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪৩:৩৬

সাবেক স্বামী তাহসানের বিয়ে নিয়ে যা বললেন মিথিলা

সাবেক স্বামী তাহসানের বিয়ে নিয়ে যা বললেন মিথিলা

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দ্বিতীয়বারের মতো সংসার পেতেছেন।  চলতি বছরের শুরুতে মেকওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেন তিনি।

এর আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য সম্পর্ক ছিল তাহসানের। তবে ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে মিথিলা পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন। 

অন্যদিকে মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন কোনো সম্পর্কে জড়াননি তাহসান। এই তারকাকে আবার সংসার জীবনে দেখার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন তার ভক্তরা। অবশেষে ২০২৫ সালের শুরুতে তিনি জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। 

তাহসানের বিয়ের পর মিথিলাকে নিয়ে আবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। সাবেক স্বামীর বিয়ের পর মিথিলার প্রতিক্রিয়া জানতে ভক্তরা অধীর আগ্রহে ছিলেন। তবে সাবেক স্বামীর বিয়ে নিয়ে পুরোপুরি নীরব ছিলেন মিথিলা। তাহসানের নতুন বিয়েতে কোনো শুভেচ্ছাবার্তাও পাঠাননি তিনি।

যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসানের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন মিথিলা। তবে বিষয়টি নিয়ে কথা বলতে অপরাগতা জানাতে দেখা গেছে এ অভিনেত্রীকে। 

মিথিলা বলেন, বিয়ে নিয়ে আমার কিছুই বলার নাই। এটা নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলবো। যার জীবনের ঘটনা, এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে আমার কিছুই বলার থাকতে পারে না।

এর আগে মিথিলা এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিচ্ছেদ হয়ে গেলেও তাহসানের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে। অভিনেত্রী মনে করেন, সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে। 

অভিনেত্রীর কথায়, আমি আয়রাকে দেখতে পেলাম না অথচ আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। তাই তাহসানের সঙ্গে এখনো আমার বন্ধুত্ব রয়েছে। আমাদের প্রায়ই কথা হয় মেয়েকে নিয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে