মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪৮:০৯

ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন ওমর সানী

ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন ওমর সানী

বিনোদন ডেস্ক : সৌদি আরব যাচ্ছেন ঢালিউড অভিনেতা ওমর সানী। ওমরাহ হজ পালনের উদ্দেশে আগামীকাল ঢাকা ছাড়ছেন এই অভিনেতা। তার এই ওমরা-যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন সানী নিজেই।

ওমর সানীর পরিবারের সবাই এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। দেশে রেস্টুরেন্ট ব্যবসা ও খণ্ডকালীন অভিনয় করে সময় কাটাচ্ছেন ওমর সানী। বড় পরিসরে অভিনয় না করলেও প্রায়ই সমসাময়িক ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত ব্যক্ত করেন এই তারকা।

সানীর স্ত্রী অভিনেত্রী মৌসুমী ও তাদের মেয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়ায় রয়েছেন। যদিও মার্কিন গ্রিনকার্ড বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে কখনই খোলামেলা করে কিছু বলেননি।

চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ও ফিল্ম ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন ওমর সানী। এবার দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেডের নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করতে যাচ্ছেন এই অভিনেতা। আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ক্লাবটির দ্বিবার্ষিক নির্বাচন।

সর্বশেষ ‘ডেডবডি’ সিনেমায় দেখা গেছে ওমর সানীকে। কিন্তু সাড়া ফেলতে পারেনি ছবিটি। প্রেক্ষাগৃহে ন্যূনতম দর্শক টানতে ব্যর্থ হওয়ায় সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি স্টার সিনেপ্লেক্স থেকেও নামিয়ে ফেলা হয়েছিল সিনেমাটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে