বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪২:২৫

ভাইকে সিঁড়ি করে আনুশকাকে ফিরে পেতে মরিয়া বিরাট কোহলি?

ভাইকে সিঁড়ি করে আনুশকাকে ফিরে পেতে মরিয়া বিরাট কোহলি?

বিনোদন ডেস্ক : আনুশকা শর্মার সাথে বিরাট কোহলির প্রেম ছিল। এখন তাদের ব্রেকআপ হয়েছে। বিরাটকে ফিরিয়ে দিয়েছে আনুশকা। কিন্তু তা মেনে নিতে পারছেন না আর তাই তো তিনি আনুশকাকে ফিরে পাওয়ার জন্য সব রকমই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে ব্রেকআপ হওয়ার পরও বিরাট কোহলি কিন্তু আনুশকার ভাইয়ের সঙ্গে নিয়িমিতই যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। আনুশকার মন জয় করতেই নাকি বিরাট নাকি ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সংবাদমাধ্যমের তরফে সম্প্রতি এমনই দাবি করা হয়েছে।

খবর রটেছিল, এবছরই আনুশকাকে বিয়ে করতে চেয়েছিলেন বিরাট কোহলি। আর সে প্রস্তাবই আনুশকাকে দেয়া হয়েছিল। কিন্তু আনুশকা সে প্রস্তাবে রাজি না হয়ে ফিরিয়ে দিয়েছেন বিরাটকে। আর সেই থেকেই তাদের মাঝে দূরত্ব সৃষ্টি।

এদিকে ব্রেকআপের পর ‘সুলতান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আনুশকা। এবং, ব্রেকআপ নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন বিরাটও। এমনকি, আনুশকাকে ‘কন্ট্রোলিং গার্লফ্রেন্ড’ বলতেও পিছপা হননি বিরাট।

তবে বিরাট যে আনুশকাকে ফিরে পেতে মরিয়া, তা নিয়ে বেশ কানাঘুষো শুরু হয়েছে বলিউডে। এদিকে, বিরাট যতই বিষয়টি নিয়ে যাই বলুন না কেন, আনুশকা কিন্তু, মুখে কুলুপ এঁটে বসে আছেন। এবার দেখা যাক, ভাই-এর সঙ্গে যোগাযোগ রেখে কত তাড়াতাড়ি আনুশকাকে ফিরে পেতে পারেন বিরাট।
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে