বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৩৫:৫২

চিনতে পারছেন? এ বালকই বর্তমানে জনপ্রিয় অভিনেতা

চিনতে পারছেন? এ বালকই বর্তমানে জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক : নেটদুনিয়ায় হঠাৎই ছড়িয়ে পড়েছে এক বালকের ছবি। যে বালক এখন টালিউড সিনেমা জগতের জনপ্রিয় মুখ। ছোটবেলার ভাইরাল ছবি দেখে প্রিয় অভিনেতাকে চিনতে রীতিমতো নাজেহাল অবস্থা ভক্ত ও নেটিজেনদের।

বুধবার (১২ ফেব্রুয়ারি) হঠাৎই কিছু ছবি কৌতূহলী করে তোলে অনুরাগীদের। টালিউড অভিনেতা রাহুল ব্যানার্জী (অরুণোদয় বন্দ্যোপাধ্যায়) তার শৈশবের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন।

 ক্যাপশনে জানান, পরিচালক অতনু ঘোষের সৌজন্যে শৈশবের ছবিগুলো খুঁজে পেয়েছেন তিনি। ১৯৯৫ সালে অতনুর পরিচালনায় ‘কম্পিউটার’ নামে একটি ধারাবাহিকে কাজ করেন রাহুল। ছবিগুলো সে সময়ের। তখন ক্লাশ ফাইভে পড়েন অভিনেতা।

ফেসবুকে এ ছবি আপলোড করার সাথে সাথেই অন্তর্জালে ছবিটি ছড়িয়ে পড়ে। কে এই অভিনেতা, এমন ধাঁধার খেলায় সঠিক উত্তর দিতে বেশিরভাগ নেটিজেনই ব্যর্থ হন।

এদিকে ছোটবেলার ছবি প্রসঙ্গে জানতে অভিনেতা রাহুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে বলেন, অতনুদার প্রথম ধারাবাহিক। সেখানে আমি ছিলাম। নতুন করে দাদা ছবিগুলো পাঠালেন। তাই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেয়ার লোভ সামলাতে পারলাম না।

রাহুল আরও বলেন, ‘কম্পিউটার’ ধারাবাহিকে অভিনয় করার আগে ‘পল্লীসমাজ’ ধারাবাহিকে অভিনয় করেছিলাম। তিন দশক আগের ঘটনা। এখনও শুটিং ফ্লোরের বেশিরভাগ স্মৃতি আমার মনে আছে। অতনু দার পাঠানো আমার শৈশবের ছবিগুলো পেয়ে সে সব স্মৃতি আরও তরতাজা হয়ে গেল।

রাহুল ব্যানার্জী ভারতীয় টিভি সিরিয়াল ও টালিউড সিনেমার জনপ্রিয় মুখ। ক্যারিয়ারে প্রায় ৪৫০টি নাটকে অভিনয় করেছেন তিনি। সিনেমাতেও পেয়েছেন সফলতা। তার অভিনীত প্রথম সিনেমা রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’।  
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে