শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৪৩:৫২

এবার ভালোবাসা দিবসে জেলখানা থেকে প্রেমিকাকে উড়োজাহাজ উপহার!

এবার ভালোবাসা দিবসে জেলখানা থেকে প্রেমিকাকে উড়োজাহাজ উপহার!

 বিনোদন ডেস্ক : জেলখানাতে থেকেও প্রেমে ভাঁটা পড়েনি সুকেশ চন্দ্রশেখরের। সেখান থেকেই প্রেয়সী জ্যাকলিন ফার্নান্দেজের জন্য প্রেমের বার্তা পাঠান তিনি। সেই একই ধারা বজায় রইল ভ্যালেন্টাইন’স ডে-তেও। জ্যাকলিনকে ফের প্রেমপত্র পাঠালেন সুকেশ।

বরাবরের মতোই এই চিঠিতেও জ্যাকলিনকে ‘বেবি গার্ল’ বলেই সম্বোধন করেন তিনি। তবে চিঠিতেই শেষ নয়, প্রেমিকাকে চমকে দেওয়ার মতো উপহারও দিয়েছেন সুকেশ।

ভালোবাসা দিবস উপলক্ষে জ্যাকলিনকে একটি উড়োজাহাজ উপহার দিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। সেই উড়োজাহাজের নাম প্রেমিকার নামের আদ্যক্ষরের (জে এফ) সঙ্গে মিলিয়ে রেখেছেন সুকেশ।

দু’ পাতার চিঠিতে সুকেশ লিখেছেন, “বেবি গার্ল, তোমাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এই বছরটা খুব ভালোভাবে শুরু হয়েছে। আমাদের দু’জনের জীবনেই ভালো কিছু ঘটছে। আমাদের কিছু মাত্র পথ হাঁটা বাকি।

তার পরেই সারা জীবন প্রতি বছর আমরা ভালোবাসা দিবস একসঙ্গে কাটাব। তাই এই দিবস আমাদের জন্য খুবই বিশেষ। আরও কিছু বলার আগে এটাই বলতে চাই, জ্যাকি, আমি তোমাকে সত্যিই খুব ভালবাসি। পাগলের মতো ভালবাসি। তুমিই সেরা ভ্যালেন্টাইন।

সুকেশের এই মন্তব্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। খুব শীঘ্রই কি জ্যাকলিনের সঙ্গে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তার? সুকেশ সেই চিঠিতে আরও লেখেন, “বেবি, তুমি কি জানো, প্রেম দিবস আমাদের জীবনের জন্য কতটা বিশেষ? এমনই একটি দিনে আমরা পরস্পরকে মেনে নিয়েছিলাম। পরস্পরকে ক্ষমা করেছিলাম। তাই প্রেম দিবস উপলক্ষে তোমার জন্য বিশেষ উপহার হল একটি গাল্ফস্ট্রিম উড়োজাহাজ। সেখানে তোমার নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে।”

সেই উড়োজাহাজের রেজিস্ট্রেশন নম্বরও জ্যাকলিনের জন্ম তারিখ ও মাসের সঙ্গে মিলিয়ে রেখেছেন সুকেশ। প্রেমিক সুকেশ লিখেছেন, “বেবি, তুমি সারা বিশ্ব ঘুরে বেড়াও কাজের জন্য। এবার থেকে এই উড়োজাহাজে করে ঘুরবে। তোমার যাতায়াতে খুব সুবিধা হবে। কেউ তোমাকে প্রশ্নও করতে পারবে না। তার কারণ, আমি এই বছরের আয়কর ফেরত দেওয়ার নথিতে এই উড়োজাহাজের কথা উল্লেখ করেছি।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে