সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১০:৩৩

পরীমনি চালু করলেন নিজের প্রথম প্রতিষ্ঠান ‘বডি’

পরীমনি চালু করলেন নিজের প্রথম প্রতিষ্ঠান ‘বডি’

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিজীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে মা হিসেবে তিনি একেবারেই ব্যতিক্রম। মাতৃত্বের খবর জানার পরই সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নেন। সব সময় আগলে রেখেছেন সন্তানকে।

শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি। পরীমনি চালু করলেন নিজের প্রথম প্রতিষ্ঠান ‘বডি’।

অনলাইনভিত্তিক এ প্রতিষ্ঠানে বিক্রি হবে মা ও শিশুদের জীবনযাত্রার পণ্যসামগ্রী। শনিবার রাতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণা দেন অভিনেত্রী। জানান, এটিই তাঁর এবারের ভ্যালেন্টাইন। ফেসবুক লাইভে পরীমনি বলেন, ‘আমার সমস্ত ভালোবাসা দিয়ে মা ও বাচ্চাদের জন্য এই ব্যবসা শুরু করলাম।

একই ছাদের নিচে সব পণ্য পাওয়ার বিষয়টি ছিল আমার দীর্ঘদিনের ড্রিম প্রজেক্ট। মাতৃত্বকালীন যে সমস্যাগুলো ফেস করেছি, সেগুলো অন্যদের জন্য সহজ করে দিতেই এই ব্যবসা শুরু করেছি।’

 পরী জানান, তিনি একাই প্রতিষ্ঠানটি চালু করেছেন। এখান থেকে উপার্জিত অর্থের ৫ শতাংশ ব্যয় করবেন অসচ্ছল মায়েদের জন্য। মাতৃত্বকালীন একজন নারী এবং নবজাত শিশুদের জন্য যেসব পণ্যের প্রয়োজন পড়ে, সেগুলোই বিক্রি করা হচ্ছে পরীর প্রতিষ্ঠানে।

২০২২ সালের ১০ আগস্ট প্রথমবারের মতো পুত্রসন্তানের মা হন পরীমনি। তাঁর ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। গত মে মাসে এক কন্যাসন্তানের দত্তক নেন অভিনেত্রী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এখন দুই সন্তানের দেখভাল করেই অভিনয়ে সময় দিচ্ছেন পরীমনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে