বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের অনবদ্য এক নাম মান্না। সালমান শাহ’র মৃত্যুর পর ঢাকাই সিনেমার হাল একাই ধরেছিলেন এই তারকা। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন- সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া প্রয়াত এ অভিনেতা এখনও ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) তার ১৭তম মৃত্যুবার্ষিকী। আরটিভির পক্ষ থেকে এই নায়কের প্রতি শ্রদ্ধা। এই মহানায়কের মৃত্যুবার্ষিকীতে তার সহকর্মী ওমর সানীর সাথে কথা হয় আরটিভির। জানালেন মান্নাকে নিয়ে নানা অজানা কথা।
শুরুতেই নায়ক মান্নাকে চলচ্চিত্রের অন্যতম খুঁটি উল্লেখ করে ওমর সানী বলেন, একটি শক্ত ঘর বানাতে আটটি খুঁটি লাগে। আমার মতে বাংলা চলচ্চিত্রের আটটি খুঁটির মাঝে তিনি একজন। তিনি আপাদ মস্তক একজন চলচ্চিত্রের মানুষ ছিলেন। নিজের থেকে তিনি চলচ্চিত্রকে বেশী ভালোবাসতেন। মাঝে মাঝে তিনি অসুস্থ হলে আমি প্রায়ই ভাইকে বলতাম চলেন ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, তখন তিনি বলতেন আরে মিয়া দূর কিছুই হবে না, বাদ দাও। এরপরেও মান্না ভাইকে একবার আমি গুলশানের একটি হাসপাতালের চেকাপের জন্য নিয়ে গিয়ে ছিলাম।
নায়ক মান্না ভীষণভাবে পলিটিশিয়ান ছিলেন উল্লেখ করে ওমর সানী বলেন, মান্না ভাই আমার বন্ধু-বড় ভাই ছিলেন। সবসময় চলচ্চিত্রের মঙ্গলের জন্য কাজ করতেন। ভাই শতভাগ নায়কদের মতো ফিটেস্ট ছিলেন না। সে সময় আমরা তার থেকে অনেক অ্যাডভান্স ছিলাম কিন্তু তারপরও তিনি আমাদের সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন। আমাদের থেকে অনেক অনেক ওপরে ছিলেন তিনি। আল্লাহ মান্না ভাইকে ভালো রাখুক।