বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫৫:৫৯

'ছেলের হবু বউয়ের সঙ্গে আমার বয়সের পার্থক্য মাত্র ১০ বছর'

'ছেলের হবু বউয়ের সঙ্গে আমার বয়সের পার্থক্য মাত্র ১০ বছর'

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় নানা কারণেই শিরোনামে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে বিতর্কিত হন প্রেম ও বিয়ে নিয়ে। আর সামাজিক মাধ্যমে  প্রেম-বিয়ের চর্চায় থাকেন অভিনেত্রী। একে পর এক প্রেম, একের পর এক বিয়ে— এ নিয়ে তিন স্বামীর সঙ্গে বিয়ের পর বিচ্ছেদ। 

এরপর ছেলে অভিমন্যুকে (ঝিনুক) একা হাতে মানুষ করছেন অভিনেত্রী। বর্তমানে ছেলে বড় হয়েছেন। সেই ছেলে এখন প্রেমসম্পর্কেও জড়িয়েছেন। প্রেমিকা মডেল দামিনী ঘোষ। 

সামাজিক মাধ্যমে চোখ রাখলে দেখা যায়, হবু বউমার সঙ্গে নানা মুহূর্ত উদযাপন করছেন শ্রাবন্তী। ভ্যাকেশন, পার্টি হোক কিংবা পূজা— দামিনীর সঙ্গে লেন্সবন্দি হচ্ছেন অভিনেত্রী।

এর আগে ২০১৮ সাল থেকে অভিমন্যু ও দামিনীর প্রেমের যাত্রা। জানা গেছে, ভবিষ্যতে টালিউড ইন্ডাস্ট্রিতেই কাজ করার ইচ্ছা আছে অভিমন্যুর। তবে অভিনয় নয়, বাবার মতো ক্যামেরার পেছনে  কাজ করতে আগ্রহী তিনি। এ ছাড়া দামিনীর সঙ্গেই সংসার পাততে চান শ্রাবন্তীপুত্র। বউমার সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক খুবই ভালো। একেবারে বন্ধুর মতো। 

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, হবু বউয়ের সঙ্গে আমার বয়সের পার্থক্য মাত্র ১০ বছর। তিনি বলেন, ‘ঝিনুকের (অভিমন্যু) প্রথম প্রেম। এত বছরের প্রেম। আর ওর প্রেমিকা ওর থেকে বয়সে বড়। ফলে অনেক পরিণত। আমি তো ভীষণ খুশি ওদেরকে নিয়ে। 

শ্রাবন্তী বলেন, কারণ আমার আর ঝিনুকের অভিভাবক দামিনী। মেয়েটা আমার থেকে ১০ বছরের ছোট। সে হিসাবে আমার বোনেরই মতো। আমাদের সম্পর্কের সমীকরণ খুব সুন্দর। আমরা তিনজন মিলে ঘুরতে যাই, খুব উপভোগ করি।

মাত্র ১৬ বছর বয়সে মা হয়েছিলেন শ্রাবন্তী। ছেলের সঙ্গেও এ জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অভিনেত্রী বলেন, আমি ভাগ্যবান যে অল্প বয়সে মা হয়েছি। আমার ছেলের সঙ্গেই বড় হয়েছি। ১৬ বছর বয়সে মা হয়েছি। তখন দশম থেকে একাদশ শ্রেণি। 

আজ আমার ছেলে আর আমি বন্ধু। এখন ঝিনুক আমার অভিভাবক। আমি ওকে 'রয়্যাল বেঙ্গল টাইগার' নাম দিয়েছি। এত শাসন করে আমাকে! বলে— তোমার মধ্যে কোনো দিন পরিণতিবোধ আসবে না! শিশুই থেকে যাবে!' আমি বলি— আমার এ রকমই ভালো লাগে (হাসি)। 

উল্লেখ্য, ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রাজীব ও শ্রাবন্তীর একমাত্র ছেলে অভিমন্যু। বিয়ের প্রায় ১৫ বছর পর প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় অভিনেত্রীর। সে বছরই মডেল কৃষ্ণ ভি রাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন শ্রাবন্তী। এক বছরের মধ্য সেই বিয়ে ভেঙে যায়। ২০১৯ সালের এপ্রিল মাসে রোশনকে বিয়ে করেন শ্রাবন্তী। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে। সেটিও ভেঙে যায় বছর গড়াতেই।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে