বিনোদন ডেস্ক : কাজের বাইরে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিভিন্ন সময়েই দৈনন্দিন জীবনের অনেক কিছুই ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন।
সম্প্রতি নিজের ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন অপু। যেখানে দেখা যাচ্ছে তিনি জিমে ব্যায়াম করছেন। অবশ্য এর আগেও তিনি ব্যায়াম করার ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘ধৈর্য এবং নিজের ওপর আস্থা অক্ষুণ্ন রাখলে পরিশ্রমই ব্যক্তিকে সাফল্যের নিশ্চয়তার জানান দেবে।’
ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীরাও মন্তব্যের ঘর প্রশংসায় ভাসাচ্ছেন। একজন মন্তব্য করে লিখেছেন, ‘অনেক অনেক সুন্দর লাগছে। মাশাল্লাহ খুব সুন্দর একটা ছবি। সবার জন্য অবিরাম ভালোবাসা।’
প্রসঙ্গত, সর্ব শেষ অপু বিশ্বাসকে দেখা গেছে গত বছরে মুক্তি পাওয়া ‘লাল শাড়ি’ সিনেমায়। এর পর তাকে আর কোনো সিনেমায় পাওয়া যায়নি।
সম্প্রতি তিনি ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবার হিসেবে যাত্রা শুরু করেছেন।