শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৫৪:৪৩

সন্ত্রাসী হামলার শিকার চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া, ‌‘ভেঙেছে’ পা

সন্ত্রাসী  হামলার শিকার চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া, ‌‘ভেঙেছে’ পা

বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। জমিসংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে প্রায় ৪০জন তাকে আক্রমণ করেন। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন বলে দাবি দিতিকন্যা লামিয়া চৌধুরীর। 

বিষয়টি সামাজিক মাধ্যমে জানান লামিয়া। আজ শনিবার নিজের ফেসবুক থেকে লাইভে আসেন তিনি। সে সময় দেখা যায়, তার গাড়ির সামনে বেশ কিছু মানুষ। গাড়ির সামনের কাঁচ ভাঙা। এসময় ভেতরে বসা ছিলেন লামিয়া। তিনি তার ডান পা দেখিয়ে বলেন, তার পা ভেঙে ফেলেছে ওরা। সেসময় তার পা বেশ বাজেভাবে ফুলে থাকতে দেখা যায়।

এ প্রসঙ্গে লামিয়া বলেন, ‌‘আমার বাবা ও মা মারা গেছেন অনেকদিন হলো। এরপর একেবারেই একা হয়ে পড়েছি। এ সুযোগে জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয়। পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় ফিরেছি।’

বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন লামিয়া। সেখানে লিখেছেন, আমার পাশে কি কেউ নেই? 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে