রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২৯:৩৭

একি হাল হলো তামান্না ভাটিয়ার!

একি হাল হলো তামান্না ভাটিয়ার!

বিনোদন ডেস্ক : কাঁধে ঝোলা, কপালে তিলক আর হাতে ডমরু। সম্প্রতি এমন লুকেই সামনে এলেন তামান্না ভাটিয়া। সাধারণ জীবনযাপন, প্রেম সবকিছু বিসর্জন দিয়ে কি অভিনেত্রী এবার সন্ন্যাসের পথে? শনিবার প্রয়াগরাজে তামান্নার কাণ্ড দেখলে এমন ভাবনা মাথায় উঁকি দেওয়া অহেতুক নয়!

না, বাস্তব জীবনে নয়, পর্দার জন্যই এমন বেশভূষা তামান্নার। শিবভক্তর চরিত্রে অভিনয়ের জন্যই এমন লুক ধারণ করেছেন অভিনেত্রী।

সিনেমার নাম ‘ওডেলা ২’। দক্ষিণী এই ছবিতে তাকে দেখা যাবে একজন শিবভক্ত আরাধ্যার ভূমিকায়। সেই প্রেক্ষিতেই শিবরাত্রির প্রাক্কালে শনিবার মহাকুম্ভে গিয়ে সিনেমার টিজার প্রকাশ্যে নিয়ে এলেন তামান্না ভাটিয়া।
জানা গেছে, ‘ওডেলা ২’ ছবিতে এক নাগা সন্ন্যাসিনীর লুকে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবেন তিনি।

মহাকুম্ভে ‘ওডেলা ২’ ছবির টিজার উন্মোচন করার জন্য তামান্না বেছে নিয়েছিলেন গেরুয়া পোশাক। পরিচালক, কলাকুশলীদের সঙ্গে একদিন আগেই প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। শনিবার সেখান থেকেই মহাদেবের আশীর্বাদ নিয়ে ‘ওডেলা ২’ ছবির টিজার প্রকাশ্যে আনলেন। যা দেখে দর্শক-অনুরাগীরা তার প্রশংসায় পঞ্চমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে