বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউডের অন্দরে কান পাতলেই যে গুঞ্জনটি বেশি শোনা যাচ্ছে তা হলো অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদ। দাম্পত্য জীবনে দীর্ঘ ৩৭ বছরের পথচলা গোবিন্দ ও সুনীতা আহুজার। সুনীতার বয়স যখন ১৮ তখন গোবিন্দর গলায় মালা দিয়েছেলেন তিনি
দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন তারা। কিন্তু, এখন নাকি তারা আর এক ঘরে থাকেন না- এমনটিই অভিযোগ ছিল স্ত্রীর। শোনা যাচ্ছে, পুরোপুরি ভাঙতে চলেছে গোবিন্দ-সুনীতার সংসার!
জানা যায়, প্রথম জীবনে অবশ্য গোবিন্দ স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন সকলের থেকে। ভেবেছিলেন, বিবাহিত নায়কের কথা জানতে পারলে খ্যাতি কমে যাবে! তবে বছর তিনেকের মাথায় সকলকে জানান তিনি বিবাহিত।
তারপর দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন তারা। দীর্ঘ পথচলার পর সুনীতার এক সাক্ষাৎকারে জানা যায়, দুই সন্তানকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকেন তিনি। আর নিজের বাংলোতে একা থাকেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা এসব কথা জানানোর পর থেকেই তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। এবার সেটাই হয়ত সত্যি হতে চলেছে। কারণ গুঞ্জন উঠেছে, প্রায় অর্ধেক বয়সী এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি গোবিন্দ- সুনীতার সংসার ভাঙছে।
এমন ঘটতে পারে বলে আগেই আশঙ্কা করেছিলেন সুনীতা। এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছিলেন, তিনি এখন আর গোবিন্দকে বিশ্বাস করেন না। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা।
সুনীতার ভাষায়, ‘আমরা ৩৭ বছর ধরে একসঙ্গে আছি, তবে এখন জানি না সে কীভাবে বদলে গেছে। তার বয়স ৬০ বছর পেরিয়ে গেছে, আর এখন সে বেশি কিছু করে না। আমি কিছুটা ভয় পেতে শুরু করেছি, কারণ তার বয়স বেড়ে গেছে এবং সে আগের মত কাজের মধ্যে ডুবে থাকে না। আগে মনে হতো, আমি নিরাপদ, কিন্তু এখন আমি জানি না। হয়তো তার বয়সের কারণে সে ভুল পথে চলে যাচ্ছে, কিন্তু আমি জানি না। তবে বিচ্ছেদের কথা সরাসরি কিছু বলেননি সুনীতা।’
নব্বইয়ের দশকে প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ছিলেন গোবিন্দ। তার কমেডি, রোম্যান্স এবং নাচের অসাধারণ দক্ষতায় বলিউডের সেরার কাতারে জায়গা করে নেন তিনি।