রবিবার, ০২ মার্চ, ২০২৫, ০৫:২৫:৩৭

রমজানে রোজা রাখা নিয়ে যা বললেন শাহরুখ খান

রমজানে রোজা রাখা নিয়ে যা বললেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক: রমজান মানেই আত্মার পরিশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের অন্যতম প্রধান ইবাদত হলো রোজা রাখা। রমজানে রোজা রাখার চেষ্টা করেন বলিউড বাদশাহ শাহরুখ খানও। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছিলেন কিং খান।

২০১৩ সালে ঈদে চেন্নাই এক্সপ্রেস মুক্তির পর ভক্তদের মুখোমুখি হন শাহরুখ। সে সময় এক ভক্ত তাকে প্রশ্ন করেন, রমজান মাসে রোজা রাখা হয় কি না? এমন প্রশ্নের উত্তরে শাহরুখ খান জানান, হ্যাঁ, রোজা রাখা হয়। তবে দুই-চারটা রোজা ছুটে যায়। কারণ আমাকে ব্যথার ওষুধ নিতে হয়।

তিনি বলেন, যখন পিঠের ব্যথা শুরু হয়, তখন ওষুধ নিতে হয়। যে কারণে দুই-চারটা রোজা ছুটে যায়। তবে মাশাআল্লাহ অধিকাংশ রোজাই রাখা হয়।

রমজানে বিভিন্ন ইফতার পার্টিতেও দেখা যায় শাহরুখ খানকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে