রবিবার, ০২ মার্চ, ২০২৫, ১০:১৫:৩৯

‘আমিও আল্লাহর ভক্ত, আপনাদের আজানের সুর যখন কানে আসে তখন গায়ে কাঁটা দেয়’

‘আমিও আল্লাহর ভক্ত, আপনাদের আজানের সুর যখন কানে আসে তখন গায়ে কাঁটা দেয়’

বিনোদন ডেস্ক : ওপার বাংলার টেলিভিশনের পরিচিত মুখ সৌমিতৃষা কুণ্ডু। জনপ্রিয় এ অভিনেত্রী যেমন পর্দায় নিজেকে মেলে ধরেন, তেমনি তার ধর্মভক্তিও চোখে পড়ার মতো। সবাই জানে, অভিনেত্রী একজন কৃষ্ণভক্ত। তবে শুধু স্বধর্মই নয়, সব ধর্মের প্রতিই সম্মান দেখাতে কোনো দিন ভোলেন না তিনি। এবার সেই ঝলকই মিলল তার এক মন্তব্যে।

শিবরাত্রির দিন বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই শিবলিঙ্গে জল ঢালতে দেখা যায় তাঁকে। ওই ছবিই সামাজিক মাধ্যমে শেয়ার করতেই তাঁর এক মুসলিম ভক্ত লেখেন, ‘যদিও আমি একজন মুসলিম।

তবে আমি আপনার অনেক বড় ভক্ত। আপনার এত ভক্তি শ্রদ্ধা দেখে খুব ভালো লাগল। আমি আল্লাহর কাছে দোয়া করব, তিনি যেন আপনাকে ও আপনার পরিবারকে ভালো ও সুস্থ রাখেন।’

উত্তরে সৌমিতৃষা লেখেন, ‘আমিও আল্লাহর ভক্ত, আপনাদের আজানের সুর যখন কানে আসে তখন গায়ে কাঁটা দেয়।

সৌমিতৃষার মন্তব্য মন জিতেছে সবার। বাংলাদেশেও তাঁর ভক্তসংখ্যা কম নয়। অভিনেত্রীর ওই ভক্তটিও বাংলাদেশেরই বাসিন্দা। সব ধর্মের প্রতি অভিনেত্রী যে সমান শ্রদ্ধাশীল, সে প্রমাণই মিলেছে এই বক্তব্যে। সৌমিতৃষা ছোট পর্দা ও বড় পর্দার পরে ওটিটিতেও কাজ করছেন।

ক্যারিয়ারের শুরুতে তিনি অভিনয় করেছিলেন নেতিবাচক চরিত্রে। ২০১৬ থেকে ২০১৮ সালে ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকে ঝিল্লি চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনেত্রী নজরে আসতে শুরু করেন ‘কনে বৌ’-এ মুখ্য চরিত্র কলি সেনের ভূমিকায় অভিনয় করে। তবে ‘মিঠাই’-এর মাধ্যমে তিনি পৌঁছে যান সাফল্যের শিখরে। ‘মিঠাই’ শেষ হওয়ার পরই বড় পর্দায় অভিষেক ঘটে তার। ‘প্রধান’-এ দেবের স্ত্রী রোমির চরিত্রে তাঁকে দেখা যায় অভিনেত্রীকে। 

সম্প্রতি মুক্তি পেয়েছে সৌমিতৃষা কুণ্ডুর সিনেমা ‘১০ই জুন’। এতে তার বিপরীতে রয়েছেন সৌরভ দাস। যদিও এই সিনেমার প্রচার থেকে প্রযোজনা সংস্থার সঙ্গে মনোমালিন্যের কারণে নিজেকে সরিয়ে নেন সৌমিতৃষা। এই মুহূর্তে ‘কালরাত্রি ২’-এর শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে