মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ০৭:০৮:২৬

ক্যানসার আক্রান্ত হয়েও রোজা রাখছেন হিনা খান!

ক্যানসার আক্রান্ত হয়েও রোজা রাখছেন হিনা খান!

বিনোদন ডেস্ক : স্ত-ন ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও এতটুকু ভেঙ্গে পড়েননি হিনা খান। মারণরোগ থাবা বসালেও আনন্দ-উৎসব থেকে মোটেই বিমুখ নন তিনি। নিয়ম মেনে রোজা পালন করছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত শেয়ার করে হিনা লিখেছেন, ‘রমজান মুবারক।

আমাকে কেমন দেখতে লাগছে? প্রথমদিনে সেহরী টু ইফতারের জার্নি। আল্লাহমুদিল্লাহ। সকলের প্রার্থনায় আমাকে মনে রেখো।’ 
ইনস্টাগ্রাম স্টোরিতে খেজুরের বাটি হাতে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ইফতারের জন্য তিনি প্রস্তুত।

পরনে হালকা সবুজ রঙের সালোয়ার কামিজে হিনায় মুগ্ধ ভক্তরা। নিজের হাতে ফুল দিয়ে ঘর সাজাচ্ছেন অভিনেত্রী। টেবিলে সাজানো বাহারি খাবারের পসরা। মায়ের সঙ্গে অভিনেত্রী হিনা খানের ইফতার পালনের মুহূর্ত দেখে হিনাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।

ইনস্টা হ্যান্ডেলে জিমে গিয়ে শরীরচর্চার একটি ছবিও শেয়ার করেছিলেন হিনা। উপোস করে রোজা পালনের মাঝেও নিয়মিত জিমে যাওয়ার অভ্যাসে বদল আনতে চান না হিনা। 

ছবি পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি ডেইল রুটিন মেনে চলার চেষ্টা করিছ। ধীরে ধীরে সহজভাবে জীবনের মূল স্রোতে ফিরতে চাইছি। রমজান পালনের প্রথম দিন...তোমরা সবাই কেমন আছ?’ কঠিন অস্ত্রোপচারের পর হাঁটার ক্ষমতা পর্যন্ত ছিল না হিনার।

সেই পথ অতিক্রম করা মোটেই সহজ ছিল না। জিমে ওয়ার্কআউট সেশনের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এটা বজায় রাখা খুব কঠিন ছিল। বিশেষ করে কঠিন অস্ত্রোপচারের পর। তবুও আমি হাল ছাড়িনি।’  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে