মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ০৭:২৯:০৪

আমার কাছে ভালই লাগতো, খুব এনজয় করতাম, মজা লাগতো: প্রভা

আমার কাছে ভালই লাগতো, খুব এনজয় করতাম, মজা লাগতো: প্রভা

বিনোদন ডেস্ক : দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। মাঝে ছিলেন বিরতিতে। বিরতির সময়টা কাটিয়েছেন দেশ-বিদেশে। বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা।

যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। সেই সঙ্গে মনোযোগী হচ্ছেন নিজের কাজে।
তবে আগের মতো আর পর্দায় নিয়মিত নেই প্রভা। নিয়মিত না থাকলেও অভিনয় জীবনের শুরুটা আজও স্মরণ করেন অভিনেত্রী।

অন্যান্য তারকার মতো ক্যারিয়ারের শুরুর দিকে খুব একটা বেগ পোহাতে হয়নি প্রভাকে। শুরুর পথটা বেশ মসৃন পেয়েছিলেন অভিনেত্রী। নিজের মুখেই জানালেন অতীতের গল্প।

প্রভা জানান, ক্যারিয়ারের শুরুরা অনেকটা আশির্বাদের মতোই কেটেছে তার।

এইচএসসি পরীক্ষা দেয়ার সময় পর্দায় আসেন তিনি। সম্প্রতি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন ‘গসিপ অ্যান্ড গ্লিটজ’-এ হাজির হয়ে একথা বলেন অভিনেত্রী।  অল্পতেই তারকাখ্যাতি পাওয়া প্রসঙ্গে প্রভা বলেন, ‘তখন এতোবেশি রিয়েলাইজ করিনি। কিন্তু এখন করি। আমি একচুয়েলি ব্লেসড।

ইন্ডাস্ট্রিতে আমার যেভাবে এন্ট্রি, এটা আসলে মুভির গল্পের মতো লাগে। এরকমই দেখায় যে একটা মেয়ে ইন্ডাস্ট্রিতে আসলো, একটা টিভিসি করল, তারপর সবাই চিনে গেল স্টার হয়ে গেল! আমার আসলে জার্নিটা এরকমই একটা জার্নি।’

নিজেকে বিলবোর্ডে দেখতে পছন্দ করেন জানিয়ে প্রভা বলেন, ‘মনে আছে যখন অনেক বড় বড় বিলবোর্ডগুলো থাকতো যেহেতু আমি একটা বিউটি সোপের মডেল ছিলাম। তখন আসলে আমার প্রচুর বিলবোর্ড বিভিন্ন জায়গায় থাকতো, আমার কাছে ভালই লাগতো। খুব এনজয় করতাম। ইউনিভার্সিটিতে যখন আমার বাসা ছিল মোহাম্মদপুরে, উত্তরা টু মোহাম্মদপুর জার্নিটায় বেশ বড় বড় বিলবোর্ড থাকতো আমার। মজা লাগতো দেখতে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে