বিনোদন ডেস্ক : হাতে রিভলবার। পরনে সাদা ট্রাউজার্স এবং প্রিন্টেড ফুলশার্ট। সঙ্গে চোখে সানগ্লাস—দেখে মনে হবে যেকোনো সিনেমার ভিলেন! সম্প্রতি এমন লুকেই দেখা গেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নারকে।
অজি তারকার ইনস্টাগ্রামে ঢু মারলে দেখা যায় প্রচুর রিলস।
সেখানে বেশ কয়েকটি এমন রিলস রয়েছে, যা প্রমাণ করে তার তেলুগু, তামিলের বহু সিনেমার প্রতি একটা ঝোঁক রয়েছে। তাই তিনি সেসব সিনেমার টুকরা অংশ শেয়ার করেন নেটদুনিয়ায়। আবার অতীতে তিনি সেখানে থাকা হিরোর জায়গায় নিজের মুখও বসিয়েছেন। তার শেয়ার করা বিভিন্ন রিলসের মধ্যে ভাইরাল হয়েছিল তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা’ সিনেমার নানা ক্লিপিংস।