মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১১:১৮:২৫

বিচ্ছেদের পথে এই তারকা জুটি

বিচ্ছেদের পথে এই তারকা জুটি

বিনোদন ডেস্ক : বিয়ের পরিকল্পনা করছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা। তার মাঝেই নতুন খবর, পথ আলাদা হয়েছে দুই তারকার। বিচ্ছেদের পথে হেঁটেছেন এই তারকা জুটি।  

এই খবর সামনে আসার পর থেকে রীতিমতো মাথায় হাত বিজয়-তামান্নার অনুরাগীদের। 

পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, তামান্না এবং বিজয়ের মধ্যে বিচ্ছেদ হলেও তাদের একে-অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সৌহার্দ্যপূর্ণ বন্ধনে কোনো প্রভাব ফেলতে পারেনি। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কয়েক সপ্তাহ আগেই ব্রেকআপ হয়েছে তামান্না ও বিজয়য়ের। তবে একে-অপরের ভালো বন্ধু হিসেবে থাকার পরিকল্পনা করছেন দুজন। 

আপাতত দুজনেরই ফোকাস ক্যারিয়ারে। যদিও বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। এমনকী তামান্না এবং বিজয় তাদের বিচ্ছেদের গুঞ্জনেও কোনো প্রতিক্রিয়া জানাননি।

এই তারকা জুটির সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় ২০২৩ সালে লাস্ট স্টোরিজ ২ মুক্তির কয়েক মাস আগে। গোয়ায় দুজনকে একসাথে নববর্ষ উদযাপন করতে দেখা যায়।

সুজয় ঘোষের পরিচালনায় এই অ্যান্থলজিতেই প্রথমবার পর্দায় একসঙ্গে আসেন বিজয় ও তামান্না। এই কাজ করতে গিয়েই কাছাকাছি আসেন দুজন। এরপর নানা জল্পনা-কল্পনার পর এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন তামান্না। 

তারপর থেকে এই জুটিকে প্রকাশ্যে ভালোবাসা উদযাপন করতে দেখা যায়। একে-অপরের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে মন্তব্য করা থেকে শুরু করে একসঙ্গে ক্যামেরায় ধরা দেওয়া, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো- সবটাই করতে দেখা যায়।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না জানান, আগামী বছরই বিয়ে করতে চলেছেন তিনি। তবে সেই বিয়ের আগেই প্রকাশ্যে এলো অভিনেতার সঙ্গে তার বিচ্ছেদের খবর। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে