বুধবার, ০৫ মার্চ, ২০২৫, ০৮:৪৪:০৭

‘আল্লাহ পৃথিবীর সকল মৃত বাবাকে জান্নাতবাসী করুক’

‘আল্লাহ পৃথিবীর সকল মৃত বাবাকে জান্নাতবাসী করুক’

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় তানজিন তিশা। সম্প্রতি তিনি তার বাবাকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘মৃত্যুর পর নাকি মানুষ প্রিয় মানুষদের উপস্থিতি অনুভব করতে পারে, তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু।’

তার এই পোস্টের মন্তব্যের ঘরে সমবেদনা জানিয়েছেন নেটিজেনরা।

মিতু নামের একজন লিখেছেন, ‘যার বাবা নাই তার কতটা আক্ষেপ, সে শুধু সেই বোঝে।। বাবা বলে ডাকতে না পারাটা কতটা কষ্টের।’
তাসনিম ফারহানা নামের আরেকজন লিখেন, ‘আমার আব্বুও আমাকে বাবু বলে ডাকে।

আল্লাহ্ আপনার বাবা কে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং সকল বাবাকে সুস্থ রাখুক এবং দীর্ঘায়ু দান করুক।’ পাপ্পু নামের একজন লিখেছেন, ‘আল্লাহ পৃথিবীর সকল মৃত বাবাকে জান্নাতবাসী করুক।’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশার বাবা আবুল কাশেম মুন্সি ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে