সোমবার, ১০ মার্চ, ২০২৫, ০২:১৮:২৬

নারীরা কু'প্রস্তাব পান তাদের নিজেদের-ই দোষে: অভিনেত্রী মমতা শঙ্কর

নারীরা কু'প্রস্তাব পান তাদের নিজেদের-ই দোষে: অভিনেত্রী মমতা শঙ্কর

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের বর্ষীয়ান  মমতা শঙ্কর। নারীদের নিয়ে মন্তব্য করে এর আগে একাধিবার বিতর্কিত হয়েছেন তিনি। এবারও বিতর্কের টেবিলে তিনি। নারীরা কু'প্রস্তাব পান তাদের নিজেদের-ই দোষে— এরকম মন্তব্য করে বিতর্কিত হচ্ছেন অভিনেত্রী।

সম্প্রতি নারী দিবসে নিজের দেওয়া এক বক্তব্যে অভিনেত্রী জানান, নিজেদের চারপাশে ব্যক্তিত্বের বেড়াজাল আঁটোসাঁটো করে তুলে রাখতে পারছেন না, নিজেকে শক্ত রাখতে পারছেন না বলেই মেয়েরা কু'-প্রস্তাব পান! 

মমতার এরকম বক্তব্য ভালোভাবে নেননি অনেকে। অভিনেতা ঋত্বিক চক্রবর্তী কটা'ক্ষ করেছেন তাকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেছেন, উনি শঙ্কর প্রজাতির শিল্পী'। নেটিজেনরাও কটাক্ষ করছেন অভিনেত্রীকে। 

এর আগে মমতা শঙ্কর শাড়ির আঁচল নামিয়ে পরার অভ্যেসকে ‘ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মেয়েদের’ সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন। 

গেল বছর প্রকাশ্যে চু'ম্ব'ন নিয়েও মন্তব্য করে বিতর্কের শিকার হয়েছিলেন। প্রকাশ্যে চু'মু খাওয়া উচিত, নাকি এ ঘোরতর অন্যায়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, জন্তুরাও বোধহয় আমাদের থেকে অনেক ভাল।

বছর ঘুরতে ফের নারীদের অবমাননা করে কতাক্ষের শি'কার হচ্ছেন বর্ষীয়ান এ অভিনেত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে