বুধবার, ১২ মার্চ, ২০২৫, ০২:৫৫:৫১

এবার ইফতার আয়োজন করে বড় বিপাকে সুপারস্টার বিজয় থালাপতি

এবার ইফতার আয়োজন করে বড় বিপাকে সুপারস্টার বিজয় থালাপতি

বিনোদন ডেস্ক : দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি অভিনয় ছেড়ে রাজনীতিবিদ হয়েছেন। এখন রাজনীতির জন্য তাকে নানা জায়গায় দেখা যাচ্ছে। সম্প্রতি তিনি আয়োজন করেছিলেন এক ইফতার পার্টির। সেখানে তিনি হাজির হন মুসলিম রীতিনীতির পোশাকে।

ইফতারে মোনাজাতে অংশ নিতেও দেখা যায় বিজয়কে। এ ঘটনার প্রশংসায় ভাসছেন বিজয়। তবে প্রশংসার পাশাপাশি বিপাকেও পড়েছেন অভিনেতা। দক্ষিণী তারকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তামিলনাড়ুর এক মুসলিম সংগঠন।
তাদের দাবি, বিজয় মুসলিম সম্প্রদায়কে অপমান করেছেন।

সম্প্রতি একটি ইফতার পার্টির আয়োজন করেন থালাপতি বিজয়। এটি তার রাজনৈতিক দলের আয়োজনে করা ইফতার পার্টি, যেখানে তাকে একেবারে ইসলামিক পোশাকেই দেখা গেছে। সাদা জামা এবং মাথায় টুপি পরা অবস্থায় তিনি নামাজেও অংশ নেন।

নামাজ শেষে তাকে দোয়া করতেও দেখা যায়। আর এ ছবিগুলো তুমুল ভাইরাল হয়। তবে বিজয়ের এসব ছবি-ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি গুঞ্জন ওঠে, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিজয়! সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের ধর্ম পরিবর্তনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেটা একেবারেই গুজব তা প্রমাণ হয় পরবর্তী সময়ে। কিন্তু এরই মধ্যে ইফতার পার্টি নিয়ে নাখোশ এক মুসলিম সংগঠন।

মুসলিমদের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল বিজয়ের বিরুদ্ধে। যার জেরে অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল তামিলনাড়ুর সুন্নত জামাত সংগঠন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, সংশ্লিষ্ট ওই সংগঠনের অভিযোগ, ইফতার পার্টিতে মদ্যপ, মাস্তানদের ভিড় ছিল। যার ফলে ইফতার অনুষ্ঠানের পবিত্রতা নষ্ট হয়েছে। সুন্নত জামাত সংগঠনের পক্ষ থেকে সাইদ কৌসের অভিযোগ, বিজয় আয়োজিত ইফতার পার্টিতে মুসলিমদের অপমানিত হতে হয়েছে। এসব মদ্যপ মাস্তান লোকজন, যাদের সঙ্গে ইফতারের কোনো সম্পর্কই নেই দূর-দূরান্ত পর্যন্ত, যারা রোজা রাখেন না, তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে ইফতারের পবিত্র পরিবেশ নষ্ট করেছেন বিজয়। শুধু তাই নয়, চূড়ান্ত অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে। 

তাদের কথায়, নিরাপত্তারক্ষীরা প্রায় গরু-ছাগলের মতো আচরণ করছিলেন আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। এ ছাড়া ইফতারে এমন বক্তব্য দেওয়া হয়েছিল, যা মুসলমানদের প্রতি অবমাননাকর এবং আপত্তিকর ছিল বলেও দাবি করা হয়।

গত ৭ মার্চ শুক্রবার রমজান উপলক্ষে চেন্নাইয়ে এই বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেন থালাপতি বিজয়। থালাপতি বিজয় সব ধর্ম, সব শ্রেণি-পেশার মানুষের কাছেই সমান জনপ্রিয় একজন তারকা। সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হিসেবেই নিজেকে প্রমাণ করেছেন। ক্যারিয়ারে ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় জনগণের কল্যাণে অভিনয় ছেড়ে নামতে চলেছেন রাজনীতির ময়দানে। বিদায় জানিয়েছেন শোবিজের চাকচিক্যময় জীবনকেও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে