বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি সবসময় আলোচনায় থাকেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। তাছাড়া ফেসবুকে সবসময় সরব তিনি। তার ছেলে-মেয়েদের সঙ্গে খুঁনসুটির ছবি কিংবা ভিডিও শেয়ার করেন ভক্তদের মাঝে। তাছাড়া জানান কীভাবে সুন্দর থাকা যায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞাপনের দৃশ্যে পরীমণি তার রূপের রহস্যের কথা জানিয়েছেন। শেয়ার করা ভিডিওতে পরী আবারো তার চিরচেনা সেই লাস্যময়ী রূপেই নেটিজেনদের মাঝে ধরা দিয়েছেন।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমরা সবাই ব্যস্ত কিন্তু নিজেকে সময় দেয়া কী বিলাসিতা।’ এরপর বলেন, ‘মোটেও না নিজের যত্ন নেয়া মানে নিজেকে ভালোবাসা।
এর পর রূপের রহস্যের কথা উল্লেখ করে পরী বলেন, ‘একটা ভালো অনুভূতি, পুরো দিন বদলে দিতে পারে। একটুখানি যত্ন পারে এনে দিতে নতুন আত্মবিশ্বাস। নিজেকে ভালোবাসো নিজের যত্নে। আমার রূপের রহস্য রোজ শাওয়ার জেল।’
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। তবে সে সংসার বেশিদিন স্থায়ী হয়নি। তাদের দুজনের ‘শাহীম মুহাম্মদ রাজ্য’ নামে একটি ছেলে রয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি।