বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউড ইন্ড্রাস্ট্রিতে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে এগিয়ে রয়েছেন তিন অভিনেত্রী। এরা হলেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন এবং কিয়ারা আদভানি। তবে এ তিন তারকার মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক কে নেন জানেন?
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও পিঙ্ক ভিলার প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে শীর্ষে অবস্থান করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এসএস রাজামৌলির পরবর্তী সিনেমা SSMB29-এর জন্য ৩৫ কোটি রুপি নিচ্ছেন এ অভিনেত্রী।
সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। একটি সিনেমায় অভিনয়ের জন্য ২৩ কোটি রুপি নেন দীপিকা। ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় ২৩ কোটি রুপি নেন তিনি।
আলোচনায় এরপরই রয়েছে কিয়ারা আদভানির নাম। বলিউড ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। কন্নড় সুপারস্টার যশের আসন্ন ছবি ‘টক্সিক’ সিনেমায় অভিনয়ের জন্য ১৫ কোটি রুপি নিয়ে এ অবস্থানে রয়েছেন এ তারকা।
বর্তমানে প্রিয়াঙ্কা পুরোদমে কাজ করলেও মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন দীপিকা। খুব শিগগিরই হাতের কাজ গুছিয়ে কিয়ারাও হাঁটবেন দীপিকার পথে।