বিনোদন ডেস্ক : ঈদের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুখবর দিলেন বলিউড মেগাস্টার সালমান খান। জানিয়েছেন, অন্তর্জালে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘সিকান্দার’র ট্রেলার।
রোববার (২৩ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে মুক্তি পাওয়া ‘সিকান্দার’র ট্রেলার শেয়ার করেন বলিউড ভাইজান খ্যাত সালমান।
ক্যাপশনে সালমান হ্যাসট্যাগ ব্যবহার করে লেখেন, ‘সিকান্দার’র ট্রেলার, এখন প্রকাশ্যে।
এ সিনেমার মাধ্যমে প্রথমবার রাশমিকা মান্দানা সঙ্গে জুটি গড়েছেন সালমান। তাই অন্তর্জালে প্রকাশের পরপরই দর্শক আগ্রহে বাজিমাত করেছে ট্রেলারটি ।
রোববার (২৩ মার্চ) নাদিয়াওয়ালা গ্র্যান্ডসন ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘সিকান্দার’ ট্রেলার। মুক্তির মাত্র ১৪ ঘন্টার মধ্যে ৩৫ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে ট্রেলারটি।
ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি প্রতীক্ষিত এ সিনেমা রোমান্স ও অ্যাকশন নির্ভর। ৩ মিনিট ৩৭ সেকেন্ডের ট্রেলারে ফুটে উঠেছে সিকান্দার চরিত্রে অভিনয় করা সালমানের প্রিয়জন হারানোর বেদনা। সামাজিক নানা সমস্যার কথাও তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
ঈদের সিনেমা হওয়ায় আমেজ বাড়াতে আয়োজন রয়েছে জমকালো নাচ গানেরও। আগামী ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’।
প্রসঙ্গত, জীবনের নিরাপত্তার খাতিরে এ সিনেমার প্রচারে শরীরে কোথাও অংশ নিতে পারছেন না বলিউড ভাইজান। তবে ভক্তদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় নিজের ঈদের সিনেমা সম্পর্কে সব রকমের তথ্য দিচ্ছেন বলিউড এ মেগাস্টার।