মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ০৪:৩৭:৩৬

ড. মাহফুজুর রহমান এই ঈদে গান শোনাবেন না

ড. মাহফুজুর রহমান এই ঈদে গান শোনাবেন না

বিনোদন ডেস্ক : ৯ বছর ধরে ধারাবাহিকভাবে প্রতি ঈদে একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার অদ্ভুত গায়কীর কারণে বহুবার ট্রলের শিকারও হয়েছেন তিনি। তবে এসব গায়ে মাখেন না মাহফুজুর রহমান। যে যা-ই বলুক, তিনি গান গেয়েই যাচ্ছেন। ভবিষ্যতেও গাইবেন বলে বহুবার জানিয়েছেন।

তবে জানা গেল, তার ধারাবাহিক গান প্রকাশে এবার ছন্দঃপতন ঘটেছে। আসন্ন রোজার ঈদে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান। এমনটা নিশ্চিত করেছে এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।

তার জানায়, ‘এবার ঈদে গান ড. মাহফুজুর রহমান শোনাচ্ছেন না। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। অসুস্থতা ও ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত।’  এর আগে সর্ব শেষ গেল কোরবানি ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান।

সে সময় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার করা হয় তার একক সংগীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। পরদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হয় দ্বৈত গানের সংগীতানুষ্ঠান ‘ওয়াদা করো’। এতে তার সঙ্গে হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে