বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১১:৫৪:৪১

কী এমন ঘটেছে যে কারণে এতটা মারমুখী হয়ে উঠলেন অভিনেত্রী শ্রাবন্তী?

কী এমন ঘটেছে যে কারণে এতটা মারমুখী হয়ে উঠলেন অভিনেত্রী শ্রাবন্তী?

বিনোদন ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে অংশ নিতে কলকাতার একটি গ্রামে হাজির হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। 

তাকে দেখার জন্য সেখানে তীব্র ভিড় জমেছে। অভিনেত্রীকে হেঁটে মঞ্চে পৌঁছানোর জন্য বাঁশ দিয়ে ঘিরে রাস্তা করে দেওয়া হয়েছে। সেখান দিয়ে হেঁটে মঞ্চে পৌঁছনোর চেষ্টা করছিলেন শ্রাবন্তী। 

এ সময় তাকে দু’হাত দিয়ে ঘিরে নিরাপদে মঞ্চে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন নিরাপত্তারক্ষীরা। এর মাঝেও অভিনেত্রীকে দেখতে, তার ছবি তুলতে, এমনকি ছুঁয়ে দেখার জন্য ঠেলাঠেলি করছিলেন অনেকেই।

শ্রাবন্তী যখন হেঁটে মঞ্চের দিকে যাচ্ছিলেন, তখন একজন যুবক অভিনেত্রীকে অশা'লীনভাবে স্প'র্শের চেষ্টা করেন। বুঝতে পেরেই তৎক্ষণাৎ চটে তাকে মারার জন্য উদ্যত হন অভিনেত্রী। একজনকে থাপ্পড় ও ঘুষি মারেন তিনি। রেগে যুবককে উদ্দেশ্য করে কিছু বলতে থাকেন এই তারকা। 

কী এমন ঘটেছে যে কারণে এতটা মারমুখী হয়ে উঠলেন অভিনেত্রী? শ্রাবন্তী জানালেন, দুই মাস আগের ঘটনা। শীতে আসামে গিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল একটি অনষ্ঠানে অংশ নেওয়া। সেই শো’তে হাজির হতেই উৎসুক জনতা ঘিরে ধরে তাকে। 

শ্রাবন্তী বলেন, ‘ব্যবস্থাপনা একেবারেই ভালো ছিল না। রাতও হয়ে গিয়েছিল। নিরাপত্তারক্ষী থাকলেও তা পর্যাপ্ত ছিল না। হঠাৎই ভিড় থেকে একটা হাত এগিয়ে আসে আমার দিকে। অশ্লীলভাবে ছোঁয়ার চেষ্টা করে। আমার দুই হাত বুকের কাছে ছিল। নয়তো ওর উদ্দেশ্য ঠিক কী তা আশা করি সকলেই বুঝতে পারছেন। সে সময় আর কিছু মাথায় ছিল না। হাতটা ধরে পাল্টা চড়-ঘুষি মেরে দিই। কী করব বলুন! তারকা তো পরে, আগে তো আমি একজন মেয়ে।’

খানিকক্ষণ দম নিয়ে তিনি আবার বলেন, ‘আমাকে পাঁচটা মানুষ চেনেন, আমার সঙ্গে যদি এমনটা ঘটতে পারে, তবে সাধারণ মেয়েদের কত না অসুবিধের মধ্যে যেতে হয়। ওই কারণেই প্রতিবাদটা দরকার। অসভ্যতা করতে এলে পাল্টা মারো, যেমনটা আমি করেছি। ও যা নোংরামিটা করেছে তাতে এটাই প্রাপ্য।’ 

মাচায় হেনস্থার শিকার আগেও হয়েছেন বহু অভিনেত্রী। স্বপ্নের সুন্দরীকে কাছ থেকে দেখার উচ্ছ্বাস নিয়ে তারকাদের আপত্তি নেই, তবে তা যদি গড়ায় সীমাহীন নোংরামিতে সেখানে প্রতিবাদটাই দরকার বলে মনে করছেরন শ্রাবন্তীসহ অন্যান্যরাও। যে কারণে অভিনেত্রীর প্রতিবাদের ধরণকে সাধুবাদও জানিয়েছেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে