বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ০২:০৮:৪৭

আবার বিয়ে কবে করছেন, উত্তরে যা বললেন শবনম ফারিয়া

আবার বিয়ে কবে করছেন, উত্তরে যা বললেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটক-সিনেমা দুটিতেই প্রশংসিত হয়েছে তার অভিনয়। তিনি অভিনয় করেন বেছে বেছে। গল্প সহ অভিনেতা পছন্দ না হলে কাজ করেন না ফারিয়া।

অন্যদের মতো এই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ রয়েছে দর্শক-ভক্তদের। শবনম ফারিয়া বিয়ে করেছিলেন, তবে সেই বিয়ে বেশিদিন টিকে নি। এ নিয়ে অনেক কটু কথা শুনতে হয়েছে তাকে। 

এরপর নতুন করে সম্পর্ক জড়ানো নিয়েও অনেক কথা উঠেছে। তবে সেগুলোর সত্যি না মিথ্য তা নিশ্চিত হওয়া যায়নি।

শবনম ফারিয়া কি আবারও বিয়ের পিড়িতে বসছেন? গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে এই নায়িকা বলেন, এখনো অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন, যারা বিয়ে করেননি। তাদের এই প্রশ্নটি করুন। তাদের প্রতি বিয়ের প্রশ্নের ব্যাপারে ফোকাস দেওয়া দরকার। আমার তো একবার বিয়ে হয়েছে। অনেক নিউজ হয়েছে। অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। একজনকে নিয়ে এত আলোচনার দরকার নেই। 

শবনম বলেন, ইন্ডাস্ট্রিতে আরও অনেকেই আছেন, যারা একবারও বিয়ে করেননি। তাদের নিয়ে নিউজ করা উচিত। আমি মনে করি বিয়েটা নিজের ওপর নির্ভর করে না। বিয়ের ব্যাপারটা ভাগ্যে লেখা থাকতে হবে। আল্লাহ কখন কারটা লিখে রেখেছেন, তা কেউ জানেন না। এটা হচ্ছে প্রথম কথা। আর ফ্যামিলির ওপরও কিছুটা ডিপেন্ড করে। ফ্যামিলি দেখতে হয়, ফ্যামিলির সঙ্গে মিলতে হয়। 

বিয়ে শুধু দুজন মানুষের একটা প্রসেস নয়। বিয়ে মানে হচ্ছে দুটো ফ্যামিলি একসঙ্গে হওয়া। সুতরাং ফ্যামিলি যদি ম্যাচ না করে তখন তো আর কিছু করার থাকে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে