শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১০:০০:৪৩

আয়োজক লাপাত্তা, ঢাকায় কনসার্ট হয়নি পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদের

আয়োজক লাপাত্তা, ঢাকায় কনসার্ট হয়নি পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদের

বিনোদন ডেস্ক : ‘রিস্তা পুরানা’ গান খ্যাত পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ ঢাকায় আসলেও শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত ‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টটি হয়নি। কনসার্টের ঘণ্টাখানেক আগে এক ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।

এর আগে কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) পাকিস্তানের প্রখ্যাত রকস্টার এবং রোক্সেন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট মুস্তফা জাহিদ প্রথমবারের মতো ঢাকায় আসেন।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর চায়না-বাংলাদেশ এক্সিবেশন সেন্টারে ‘মেলোডি আনলিশড’ কনসার্টটি হওয়ার কথা ছিল। কনসার্টে জাহিদের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার কথা ছিল বাংলাদেশের সংগীতশিল্পীদেরও।

জাহিদ পাকিস্তান ও বলিউডের সংগীতপ্রেমীদের কাছে এক আইকনিক নাম। তিনি শুধু পাকিস্তানেই নন, বলিউডের অসংখ্য জনপ্রিয় গানেও কণ্ঠ দিয়েছেন।

মুস্তফা জাহিদের গাওয়া রোক্সেন ব্যান্ডের অসংখ্য হিট গান রয়েছে যা ভক্তদের মন জয় করেছে। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ভুলা দেনা, জো তেরে সং, তেরে লিয়ে, মাওলা মেরে, জরুরত, রিস্তা পুরানা, তো ফের আও ইত্যাদি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে