শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ০২:১৩:৪৭

'আমি শাকিবের জায়গায় থাকলে কখনও এ সিনেমায় অভিনয় করতাম না'

'আমি শাকিবের জায়গায় থাকলে কখনও এ সিনেমায় অভিনয় করতাম না'

বিনোদন ডেস্ক : ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করায় ঢালিউড সুপারস্টার শাকিব খানকে কটাক্ষ করে ক্ষোভ প্রকাশ করেন পরিচালক-প্রযোজক-অভিনেতা মোহাম্মদ ইকবাল। ঢালিউড সিনেমা ও সমাজ নিয়ে হতাশ তিনি।

সংবাদমাধ্যমে বিশেষ এক সাক্ষাৎকারে ইকবাল বলেন, দেশের সিনেমাজগতে যখন সে (শাকিব) একজন সুপারস্টার, তিনিই সব তখন তার ভেবেচিন্তে কাজ করা উচিত। ‘বরবাদ’ সিনেমা থেকে দর্শক কী মেসেজ পাচ্ছে এটা তার ভাবা উচিত ছিল।

 একটু ক্ষোভ প্রকাশ করেই তিনি বলেন, সিনেমা দেখে হল থেকে বেরিয়ে দর্শক বলছে, এই জিল্লুর মাল দে। সেদিন টিকটকে দেখলাম, একটি মেয়ে ম'দে'র বো'তল দাঁত দিয়ে খুলে একই ডায়ালগ দিচ্ছে। তাহলে আপনি বলেন, এ সিনেমার মাধ্যমে সমাজ, জাতি কী শিখছে, কোথায় যাচ্ছে?

এরপর একজন অভিনেতা হিসেবে ইকবাল বলেন, আমি শাকিবের জায়গায় থাকলে কখনও এ সিনেমায় অভিনয় করতাম না। এমন জায়গায় থেকে দায়িত্বজ্ঞানের পরিচয় দিতে হয়। এ সিনেমা দেখার পর সমাজের প্রতিটি সচেতন মানুষ ও সুশীল সমাজের একই বোধদয় হবে।

শাকিবের উদ্দেশে এ প্রযোজক বলেন, ভক্তরা তাদের প্রিয় স্টারকে পর্দায় যেভাবে দেখে, সেটি সমাজে মারাত্মকভাবে প্রভাব ফেলে। তাই পর্দায় একজন অভিনেতার কীভাবে আশা উচিত সেটা বিবেচনায় রাখা জরুরী। আমি তাকে কোনো উপদেশ বা পরামর্শ দিতে চাই না। কারণ আমি মনে করি, যদি বুঝতে চায় তবে আমার চেয়ে সে (শাকিব) এ বিষয়ে অনেক ভালো বুঝবে।

সেন্সর বোর্ডের ওপর ক্ষোভ প্রকাশ করে এ পরিচালক বলেন, আমি বুঝলাম না যে সিনেমায় প্রকাশ্যে কোকেন টানা দেখানো হয়, মানুষকে কোপানো দেখানো হয়, পুলিশদের ব্রাশ ফায়ার করে মেরে ফেলা দেখানো হয়, যেভাবে ধ'র্ষ'ণ- অ'শ্লী'ল'তা দেখানো হয় সে সিনেমা সেন্সর পায় কীভাবে? এ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির পর যুব সমাজে কী প্রভাব পড়বে, জাতি কী শিখছে তা একদমই ভাবা হয়নি বলে মনে হয়।

সবশেষে এ পরিচালক বলেন, অতীতে আমাদের সিনেমায় যে নায়ক ছিল- রাজ্জাক, বুলবুল, আলমগীর, ফারুক, সোহেল রানা, কাঞ্চন ভাইয়ের মতো নায়করা তাদের অভিনয় এবং সিনেমা দিয়ে আমাদের যা শিখিয়েছে আর এখন আমাদের সিনেমার নায়করা কী শিখাচ্ছে তা ভাবার সময় এসেছে। সুন্দর দেশ, জাতি গঠনে সিনেমার গল্প সমাজকে কী শিখাচ্ছে তা ভাবলে বর্তমান পরিস্থিতি আসলেই হতাশাজনক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে