বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। পাশাপাশি ফেসবুক লাইভে ভক্তদের সুখবর দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানান তিনি।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে ফেসবুক লাইভে আসেন হৃদয়। মাত্র ৪৮ সেকেন্ডের ভিডিওতে প্রথমে তিনি বলেন, শুভ নববর্ষ সবাইকে।
এরপর লাইভে আসার কারণ জানিয়ে বলেন, আমার লাইভে আসার কারণ দুটি। একটি হলো আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাতে। আর দ্বিতীয়টি হলো আমার গানের কনসার্ট।
সুখবর জানিয়ে এ সংগীতশিল্পী বলেন, আজ বিকেল ৫টা থেকে ৬টা আমি লাইভ কনসার্টে পারফর্ম করবো। ধানমণ্ডির রবীন্দ্র সরোবরের মুক্ত মঞ্চে হবে কনসার্টটি।
বিশেষ বার্তা দিয়ে হৃদয় বলেন, যারা যারা আমার লাইভটি দেখছেন তাদের বলবো, সবাই সাবধানে থাকবেন। শোনা যাচ্ছে, রাস্তাঘাটে অনেকেই দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন, অনেকে অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছেন। এসব থেকে বিরত থাকবেন সবাই।
সবশেষে তিনি বলেন, কনসার্টে অনেক গান হবে, আড্ডা হবে। আশা করি, সবার সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।