বিনোদন ডেস্ক : বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি। শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আচমকা শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন।
তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করানো হয় পরিচালককে। রাতেই বেশ কিছু টেস্ট করানো হয়। শনিবার টেস্টের রিপোর্ট আসার কথা। রিপোর্ট কেমন আসে, তার ওপর নির্ভর করছে হাসপাতাল থেকে সৃজিতের ছুটি পাওয়ার বিষয়টি।
রিপোর্ট দেখে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন, আরো একটা দিন পরিচালককে হাসপাতালে থাকতে হবে কি না।
হাসপাতাল সূত্রের খবর, এখন সৃজিতের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।
সদ্যই মুক্তি পেয়েছে সৃজিত পরিচালিত ‘কিলবিল সোসাইটি’। জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করবেন পরিচালক।
একটি নতুন নাটকের মহড়া শুরুরও কথা ছিল। এরই মাঝে আচমকাই শরীর খারাপের খবরে উদ্বিগ্ন গোটা টলিউড। পরিচালকের অসুস্থতার খবরে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে সবাই কপালে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী থেকে অনুরাগীরা।