মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ০৯:৫৩:৩৯

কিসে আটকায় নারী, জানালেন হিরো আলম

কিসে আটকায় নারী, জানালেন হিরো আলম

বিনোদন ডেস্ক : আলোচিত ও সমালচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা (আশ্রয়দাতা) আবদুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার একটি সরকারি হাসপাতালে রাত ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে, মুমূর্ষু অবস্থায় বাবার পাশে না-থাকায় এবার স্ত্রী রিয়া মনিকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম। বুধবার (১৬ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে রিয়া মনি গণমাধ্যমে পাল্টা অভিযোগ করেন। তিনি বলেন, অভিনেতা হিরো আলম পরকীয়ায় লিপ্ত। আমি যখন হাসপাতালে তার বাবাকে দেখতে যায় তখন সেই মেয়ে ওর (হিরো আলম) বাবার পাশেই ছিল। বাবার মৃত্যুর সময় শুটিং করছিলেন এমন অভিযোগের জবাবে অভিনেত্রী বলেন, ওই ভিডিও গুলো আগেই শুটিং করা।

বিচ্ছেদ সহ নানা ইস্যু নিয়ে সোমবার (২১ এপ্রিল) হিরো আলম এক সংবাদ সম্মেলন করেন। যেখানে তিনি জানিয়েছেন, খুব দ্রুতই রিয়া মনিকে তালাক পাঠানো হবে। এ সময় সাংবাদিকরা অভিনেতা জিজ্ঞাসা করেন, রিয়া যদি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে ফিরে আসতে চাই তাহলে তাকে গ্রহণ করবেন কি না? এমন প্রশ্নের জবাবে অভিনেতার সরল উত্তর, আমার পরিবার তাকে মেনে নেবেন না। 

তিনি কবে বিয়ে করবেন তাও জানিয়েছেন ওই সংবাদ সম্মেলনে। তিনি বলেন, এই মুহুর্তে পরিবারকে নিয়ে চিন্তাভাবনা করছি। এখনও এক সপ্তাহ হয়নি বাবা মারা গেছে। বাবার বিয়োগে সবাই শোকাহত। বিয়ে করার চিন্তা নেই। আগে পরিবারকে বাঁচাতে হবে। ছোট দুই সন্তানকে দেখাশোনার জন্য একজন বয়স্ক নারী নিয়োগ দিতে চাই।

তিনি জানান, তার প্রধান কাজ পরিবারকে সুরক্ষা দেওয়া। বৈবাহিক জীবনে হিরো আলম তিনটা বিয়ে করেছেন। কিন্তু একটি সম্পর্কও বেশিদিন টেকেনি। তারজন্য অবশ্য ভাগ্যকে দোষ দিয়েছেন এই অভিনেতা। নারী কিসে আটকায় এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, নারী টাকা আর ভালোবাসায় আটকায়। তবে আগে টাকার প্রযোজন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে