বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ০২:২৪:০২

ব্রেকিং নিউজ: গ্রেপ্তারের নির্দেশ অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে

ব্রেকিং নিউজ: গ্রেপ্তারের নির্দেশ অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে

বিনোদন ডেস্ক : সৎ মা নিশি ইসলামের দায়ের করা মামলায় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

মামলায় শাওনের বিরুদ্ধে তার বাবা ও সৎমাকে শারীরিক নির্যাতনের অভিযোগ করা হয়েছে। একই মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ পারভেজ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি নাজমুল ইসলাম ও অভিনেত্রী শাওনকে গ্রেপ্তারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পারভেজ আরও বলেন, নাজমুল ও শাওনসহ আরও কয়েকজনকে আসামি করে এ মামলা করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনের সৎমা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে