বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ০৪:৩৫:১৪

জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার

জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক : ‘তারাক মেহেতা কা উল্টা চশমা’খ্যাত অভিনেতা ললিত মনচন্দার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিনেতার নিজের বাসভবন থেকেই উদ্ধার করা হয় তার মরদেহ। প্রাথমিক ধারনা অনুযায়ী, অভিনেতা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সোমবার উত্তরপ্রদেশের মিরাটে নিজের বাসভবন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেতার দেহ।

নিউজ ১৮- এর প্রতিবেদন থেকে জানা গেছে, অভিনেতার মৃত্যুর কারণ যে আত্মহত্যা, তা নিশ্চিত করেছে পুলিশ। তবে মৃতের পাশ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। মিরাটে অভিনেতার বাসভবন থেকে তার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ।

এ ঘটনায় মৃত্যুর কারণ জানতে ৩৬ বছর বয়সী অভিনেতার পরিবারের সদস্য এবং তার বন্ধুদের সঙ্গে কথা বলছে পুলিশ। সাম্প্রতি জীবনে কোনো কিছু ঘটেছিল কিনা বা মানসিক অশান্তিতে ছিলেন কিনা, এসব তদন্ত করছে পুলিশ। তবে তার কাছের মানুষরা দাবি করেছেন, গত কয়েক মাস মানসিক চাপে ছিলেন অভিনেতা। ব্যক্তিজীবনেও কিছু প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছিল।

‘তারাক মেহেতা কা উল্টা চশমা’ ছাড়াও ক্রাইম পেট্রলের মতো একাধিক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন ললিত। বড় পর্দায় বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ একটি ওয়েব সিরিজে কাজ করছিলেন ললিত মনচন্দা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে