শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৩৯:২৯

এবার কি তবে ঘর ভাঙছে কারিনার?

এবার কি তবে ঘর ভাঙছে কারিনার?

বিনোদন ডেস্ক : অর্জুন কাপুরের সাথে কারিনা কাপুরের ঘনিষ্ঠতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আর তা নাকি কিছুতেই মেনে নিতে পারছেন না নবাব সাইফ আলী খান।

সাইফ আলী খানের পক্ষে সত্যিই কারিনা-অর্জুনের ঘনিষ্ঠতা মেনে নেওয়া মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। আপাতত বলিলউজুড়ে এমনই গুঞ্জন।

শোনা গেছে, কি অ্যান্ড কায়ের একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিয়ের পর অর্জুন নাকি কারিনাকে বেশ রাতে ফোন করেন। এর আগে তিনি কখনও নাকি কারিনাকে অত রাতে ফোন করেননি। আর এতেই খানিকটা ক্ষুব্ধ হন সাইফ। তিনি নাকি কারিনাকে পরে বলেন, কোনো বিবাহিত নারীকে অত রাতে ফোন করা শোভনীয় নয়।
 
কি অ্যান্ড কায়ের ট্রেলার লঞ্চের সময়, অর্জুনকে কিস করার অনুরোধ এসেছিল কারিনার কাছে। তিনি তখন উত্তর দিয়েছিলেন অনস্টেজ যদি তিনি অর্জুনকে ... খান, তাহলে তার ডিভোর্সই হয়ে যাবে।

এদিকে, পরিস্থিতি যখন এমন, তখন বলিউডজুড়ে অনেকেই বলছেন, তাহলে কি এবার কারিনা আর সাইফ আলীর সংসার ভাঙনের মুখে পড়ছে? সত্যি সত্যিই কি এমন পরিস্থিতি তাদেরকে বিবাহ বিচ্ছেদের দিকে নিয়ে যাবে?
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে