বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ০৩:০৬:৩৮

আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে কথা বলতে, আমি নিজেও শিখছি: লুবাবা

আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে কথা বলতে, আমি নিজেও শিখছি: লুবাবা

বিনোদন ডেস্ক : টিভি পর্দা থেকে শুরু করে সিনেমার পর্দাতেও কাজ করেছে প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। তবে সেসব ছেড়ে এখন ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবে কাজ করছে সে। তাছাড়া ফুড ভ্লগিং, ট্যুর ভ্লগিং করছে নিয়মিত।

অনেকদিন ধরেই নানা আলোচিত কাণ্ডে সংবাদের শিরোনাম ছিল লুবাবা। নেটিজেনদের কাছে পরিণত হয় হাসির খোরাকে। তবে তার বয়স বিবেচনায় এসব আলোচনা থেকে সরে আসে অধিকাংশই। এছাড়াও ইসলামিক চালচলনের মাঝে থাকায় নেটিজেনদের কাছে প্রিয়মুখ হয়ে উঠছে সে।

সম্প্রতি অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেয়েছে লুবাবা। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলীসহ শোবিজ অঙ্গনের অনেকেই। আর সামাজিক মাধ্যমে পুরস্কার গ্রহণের সেই  ভিডিওতে লুবাবাকে বলতে শোনা যায়, ‘এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে কথা বলতে, আমি নিজেও শিখছি।’

ভিডিওটির ক্যাপশনে লুবাবা লেখে, ‘অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসায় আমি এখানে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে