বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১:০৯:০৮

কাঁদতে কাঁদতে যা জানালেন অভিনেত্রী সামিরা খান মাহি

কাঁদতে কাঁদতে যা জানালেন অভিনেত্রী সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক : ক্যারিয়ার ও ব্যক্তিজীবন কোনোদিকই ভালো যাচ্ছে না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির। সামাজিক মাধ্যমে তাই হৃদয় ভাঙার পোস্ট দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইনস্টাগ্রামে হৃদয় ভাঙার পোস্ট দেন অভিনেত্রী। দীর্ঘ ৪ বছরের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে তার। কান্নারত ছবি প্রকাশ করে জানান, খুব একা আর এলোমেলো লাগছে নিজেকে।

সামিরা লেখেন, গত কয়েকদিন জীবনে এসেছে একের পর এক চ্যালেঞ্জ। অনলাইনে নেতিবাচক মন্তব্য ও ট্রলের মুখোমুখি হওয়া, বোনের বিয়ের দায়িত্ব কাঁধে তুলে নেয়া এবং নিজের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন — সবকিছু মিলিয়ে ক্লান্ত ও বিপর্যস্ত।

সামিরা আরও লেখেন, আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি ভুলবশত কিছু হৃদয় ভেঙে ফেলেছি, আর তার জন্য আমি সত্যিই দুঃখিত। সেই সাথে আমি বলতে ভীত নই যে, ভেঙে গেছি।

এরপরই অভিনেত্রী লেখেন, নিজের দুর্বল মুহূর্তগুলোতে আমি জানি আমার ভেতরের শক্তি এখনো নিঃশেষ হয়নি। আমি কেবল ক্লান্ত, হার মানিনি।

একটু হতাশ হয়েই সামিরা লেখেন, জীবনে সুখ বা হাসি ভাগ করে নেয়া ভালো কিন্তু আরও ভালো জীবনের কান্না ভাগাভাগি করে নেয়াও। কারণ জীবন কখনই সাজানো গোছানো আর নিখুঁত হয় না, এটাই আমার কাছে সত্যি।

সবশেষে তিনি বলেন, যে দুঃখ পায় সে একা নয়। আমরা সবাই মানুষ। শেখার, নিরাময়ের আর বেড়ে ওঠার পথে আছি। আর সেটাই আমাদের আসল শক্তি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে