বিনোদন ডেস্ক : ‘আমার প্রাক্তন একটা জানোয়ার, একটা ভয়ংকর লেবেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে’—নিজের প্রাক্তন সম্পর্কে বলতে গিয়ে এভাবেই কথাগুলো বলেন ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান।
সম্প্রতি এই অভিনেত্রী হাজির হয়েছিলেন কালের কণ্ঠের অফিসে। সেখানে হাজির হয়ে কালের কণ্ঠকে সাক্ষাৎকারে এসব কথা বলেন অহনা।
এই সাক্ষাৎকারের ভিডিওটি ভাইরাল হলে সেই পোস্টের নিচে কেউ কেউ অভিনেত্রীর সহকর্মী শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন। এরপর সেই পোস্টে এক মন্তব্যে অভিনেতা জানান, তিনি সেই ব্যক্তি নন। অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান।
মন্তব্যের ঘরে শামীম হাসান সরকার লেখেন, ‘সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কি না! সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না।
সে যেই প্রাক্তনের কথা বলে তাকে আমিও চিনি। আমিও তার নাম বলব না। কিন্তু সেই ব্যক্তি আমি না, এটা সবার জানার দরকার। আমি আমার জীবনে সুখী আছি আলহামদুলিল্লাহ।
এরপর দর্শকের উদ্দেশে এই অভিনেতা বলেন, ‘সেই জানোয়ার প্রাক্তন যে কে সেটা খুঁজে পাওয়ার দায়িত্ব আপনাদের সবার।’
প্রসঙ্গত, মাঝে এক বছরেরও বেশি সময় ধরে একের পর এক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও অহনা রহমান। টেলিভিশন চ্যানেল কিংবা ইউটিউব—দুই মাধ্যমেই তাদের অভিনীত নাটক বেশি দেখা গেছে যায়। তাদের বাস্তব জীবনেও প্রেমের সম্পর্ক চলছে বলে খবর চাউর হয়েছিল।
অভিনয়ের বাইরে প্রায়ই অহনার সঙ্গে নিজের ফেসবুক আইডিতে ছবি পোস্ট করতে দেখা গেছে শামীমকে।
গেল বছরে শামীম হাসানের ফেসবুকের কভার ফটো এবং প্রফাইল ছবিতেও দেখা গিয়েছিল অহনাকে। তবে শামীম ও অহনা কেউই প্রেমের বিষয়টি স্বীকার করেননি।