বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১২:০১:২৯

কাঁদতে কাঁদতে মিশা বলছিল, দিনে দিনে আমার ফলোয়ার কমে যাচ্ছে!

কাঁদতে কাঁদতে মিশা বলছিল, দিনে দিনে আমার ফলোয়ার কমে যাচ্ছে!

বিনোদন ডেস্ক : জন্মদিনের দুই দিন আগে মৃত্যু হয় ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা আগারওয়ালের। মিশার মৃত্যু হতবাক করে দিয়েছে তার লাখো অনুরাগীকে। মাত্র ২৪ বছর বয়সে তার মৃত্য ছিল রহস্যে ঘেরা। তবে শেষ পর্যন্ত জানা গেল মিশার মৃত্যুর কারণ। পরিবার জানিয়েছে, আত্মহত্যা করেছেন এ কনটেন্ট ক্রিয়েটর।

সম্প্রতি মিশার পরিবার তার মৃত্যু সম্পর্কিত একটি বিবৃতি প্রকাশ করেছে। তারা জানান, বেশ কয়েক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন মিশা। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার নাকি বেশ কমতে শুরু করেছিল।

ইনস্টাগ্রামে ১ মিলিয়ন ফলোয়ার্সের আশায় ছিলেন তিনি। কিন্তু তা পরিপূর্ণ হচ্ছিল না। আর তা নিয়েই অবসাদে চলে যান মিশা।

একটি বিবৃতির মাধ্যমে মিশার মা-বাবা জানিয়েছেন, হঠাৎ করে মিশার ফলোয়ার কমে যাচ্ছিল। বিষয়টি তারা লক্ষ করেননি। ফলোয়ার্স নিয়েই প্রচণ্ড অবসাদে ভুগতে শুরু করেন মিশা।

মিশার মা-বাবার ভাষ্য মতে, ‘ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করাই ছিল মিশার কাজ। তার ফলোয়ার্স সংখ্যা ১ মিলিয়ন হওয়ার জন্য অপেক্ষা করছিল। কিন্তু ফলোয়ার না বেড়ে আচমকা তা কমতে শুরু করে।

এক পর্যায়ে মিশা চুপচাপ হয়ে যায়। কান্নাকাটিও করে একদিন। কাঁদতে কাঁদতে মিশা বলছিল, দিনে দিনে আমার ফলোয়ার কমে যাচ্ছে। তাহলে কি আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে?’

পরিবারের মতে, এ অবসাদেই জন্মদিনের একদিন আগে আত্মহননের সিদ্ধান্ত নেন মিশা। মেয়ে অবসাদে ভুগছেন তা তারা বুঝতে পারেননি। 

নিজের কনটেন্টে হাস্যরসের মাধ্যমে অনুরাগীদের মাতিয়ে রাখতেন মিশা। সোশ্যাল মিডিয়ায় মিশার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। মিশার অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তার অনুরাগী মহলে। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা সাড়ে তিন লাখেরও বেশি। মূলত কমেডি ভিডিও নির্মাণের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন মিশা। তার প্রায় প্রতিটি ভিডিওই ভাইরাল হয়ে উঠত মুহূর্তের মধ্যে। ২৬ এপ্রিল ছিল মিশার জন্মদিন। তার দুই দিন আগে, ২৪ এপ্রিল আত্মহত্যা করেন মিশা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে