বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ০২:১৫:১৬

একের পর এক সুখবর আসছে অভিনেত্রী মেহজাবীন চেৌধুরীর

একের পর এক সুখবর আসছে অভিনেত্রী মেহজাবীন চেৌধুরীর

বিনোদন ডেস্ক : কদিন আগেই বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চেৌধুরী।এরই মধ্যে আসছে একের পর এক সুখবর।

দীর্ঘদিন নাটকে দাপট দেখিয়ে সিনেমায় নাম লিখিয়েছেন গুণী এই অভিনেত্রী। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন ক্যারিয়ারের তৃতীয় সিনেমার অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। 

গত বছরেই সিনেমায় অভিষেক হয় তার। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’। সত্য ঘটনার অনুপ্রেরণায় এটি নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। 

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘সাবা’। তবে দুটি সিনেমা নিয়েই এ অভিনেত্রী আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন ও প্রশংসিত হয়েছেন। 

পাশাপাশি অর্জন করছেন পুরস্কার। সম্প্রতি তার অভিনীত সিনেমা নতুন এক অর্জনের খাতায় নাম লিখিয়েছে। লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শকসেরা পুরস্কার অর্জন করেছে ‘প্রিয় মালতি’। 

এমন অর্জনে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহজাবীন। সামাজিক মাধ্যমে তার ছাপ দেখা গেছে। 

‘প্রিয় মালতী’সিনেমাটি এর আগে ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ভারতের ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অফিসিয়ালি প্রদর্শিত হয়। সবমিলিয়ে মেহজাবীনের বৃহস্পতি তুঙ্গে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে