শুক্রবার, ০২ মে, ২০২৫, ০৯:৪৩:৪৮

‘সানি, আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম'

‘সানি, আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম'

বিনোদন ডেস্ক : অভিনয়ে আর ফিরতে চাইছেন না ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী, এমনটাই জানিয়েছেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। জানালেন, সময়ের পরিবর্তনে মৌসুমী অভিনয়কে ভুলে যেতে চাইছেন, ফিরতে চাচ্ছেন না সিনেমায়। 

প্রায় দুই বছর ধরে  যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। সঙ্গে আছেন মেয়ে ফাইজা ও অসুস্থ মা।

এই মুহূর্তে তার দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ওমর সানী জানান, ‘মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকেই সময় দেওয়া জরুরি।’
‘সানি, আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম'।

—এমনটাই মৌসুমী তাকে বলেছেন বলে জানান এ অভিনেতা। এক সাক্ষাৎকারে ওমর সানী বললেন, ‘এই কথাটা খুব কষ্টের। তার মত একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে, এমন ভাবনা তো কারো নেই।’ আক্ষেপ প্রকাশ করেছেন নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও।

বললেন, ‘নতুনদের সৌজন্যবোধে ঘাটতি আছে। অনেকেই এখন মনে করেন, তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন।’
সর্বশেষ ২০২৩ সালের ঈদে মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত ‘সোনার চর’ সিনেমা। অভিনয়ের বাইরে গায়িকা ও পরিচালক হিসেবেও মৌসুমী ছিলেন সক্রিয়। যুক্তরাষ্ট্রে বিভিন্ন আয়োজনে এখনো পারফর্ম করছেন তিনি। ২৭ এপ্রিল নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালে’ মঞ্চে গান গেয়েছেন এই চিত্রতারকা।

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক উজ্জ্বল নাম মৌসুমী। ১৯৯৩ সালে সালমান শাহর বিপরীতে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা, জিতেছেন জাতীয় পুরস্কারসহ অগণিত সম্মাননা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে