বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী ও সুপারস্টার শাকিব খানের মায়ের একটি ছবি। দুই তারকার মায়ের পুরনো সে ছবি মনে ধরেছে নেটিজেনদের।
রোববার (১১ মে) বিশ্ব মা দিবসের দিন বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে দুই নারীর ছবি আপলোড করেন। যাদের একজন বুবলীর শাশুড়ি মা মানে চিত্রনায়ক শাকিবের মা। আর অন্যজন নিজের গর্ভধারিণী মা।
দুই মায়ের প্রতি ভালোবাসার বার্তা দেন অভিনেত্রী বুবলী। ক্যাপশনে লেখেন, ‘দুজন সুন্দর, পরিশ্রমী এবং স্নেহময়ী মা!’
বুবলী আরও লেখেন, ‘আল্লাহ যেন আপনাদের সবসময় সুস্থ রাখেন। পৃথিবীর সব মায়েদের প্রতি রইল মা দিবসের আন্তরিক শুভেচ্ছা।’
শাকিব-বুবলীর বিয়ে নিয়ে নতুন তথ্য দিয়েছেন পরিচালক ও প্রযোজক মো. ইকবাল। ছবি: সংগৃহীত
সিনেমার দৃশ্যে বুবলী ও শাকিব। ছবি: সংগৃহীত
বুবলীর এমন পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন পর্যন্ত বুবলীর ফেসবুক পোস্টটি বিভিন্ন সাইটে শেয়ার হয়েছে ১৫২ বার। ভক্তদের লাইক ও রিয়্যাকশন পড়েছে ১২ হাজারের বেশি।
মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়ার সংখ্যা ছাড়িয়েছে প্রায় ২ হাজারের মত। নেটিজেনদের বেশিরভাগই অভিনেত্রীকে জানিয়েছেন মা দিবসের শুভেচ্ছা বার্তা।
প্রসঙ্গত, ২০১৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। শেহজাদ খান জয় নামে তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। বনিবনা না হওয়ায় দীর্ঘসময় এ তারকা জুটি সেপারেশনে রয়েছেন।