 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বিনোদন ডেস্ক : ওরা মানুষ নয়, পশুর চেয়েও অধম। এমন কথা লিখে একটি পোস্ট শেয়ার করে দুটি করপোরেট প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। কী আছে ওই পোস্টে?
স্বামী ও স্ত্রী দুজনের নির্দেশে একটি বিড়ালছানাকে তাদের গৃহকর্মী মেরেছে। বিড়ালটি মৃত্যুশয্যায়।
ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রথম লিখেছেন পিয়া জান্নাতুল। তিনি লিখেছেন, ঘটনা ঘটেছে দুপুর ২:৩০টার দিকে। ইলমার ছোট ভাই স্কুল থেকে ফিরে একটি বিড়ালের করুণ কান্নার শব্দ শুনে তাকে জানায়। আতঙ্কিত ইলমা ছুটে যান ওপরের তলায়।
গিয়ে দেখেন প্রতিবেশী তার স্ত্রী-এর বাসার দরজা খোলা এবং তাদের গৃহকর্মী একটি সাদা বিড়ালকে ধাতব রড দিয়ে নির্মমভাবে পেটাচ্ছে।
ইলমা ছুটে গিয়ে বিড়ালটিকে রক্ষা করেন এবং তখনই বুঝতে পারেন—এই নির্যাতনের শিকার বিড়ালটি তারই আদরের শিশু বিড়াল, মাত্র ৫ মাস বয়সী। ও কাঁপছিল, কাঁদছিল, চলতে পারছিল না, আর নাক দিয়ে রক্ত ঝরছিল।
এই ঘটনা সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া তৈরি করলে তাদের মধ্যে একটি প্রতিষ্ঠান পদক্ষেপ নেবে বলে জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছে।
সেটাই শেয়ার করে সাদিয়া আয়মান লিখেছেন, ‘ওরা মানুষ নয়, পশুর চেয়েও অধম।’ মূলত স্বামী ও স্ত্রীকে উদ্দেশ করেই এমনটা লিখেছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ধন্যবাদ জানিয়েছেন।
কিছুদিন আগে শবনম ফারিয়ার পোস্টে নেতিবাচক মন্তব্যকারীর প্রতিষ্ঠানের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে সাজিদা ফাউন্ডেশন নামের ওই প্রতিষ্ঠান অভিযুক্তকে চাকরিচ্যুত করে।