শুক্রবার, ১৬ মে, ২০২৫, ০৩:১১:০২

মৃত্যুর আগে চোখ মুছতে মুছতে মাফ চেয়ে যা বলেছিলেন অভিনেতা রাজীব

মৃত্যুর আগে চোখ মুছতে মুছতে মাফ চেয়ে যা বলেছিলেন অভিনেতা রাজীব

বিনোদন ডেস্ক: গম্ভীর ঝাঁজালো কণ্ঠ, রহস্যভরা চোখের চাহনি, বৈচিত্র্যময় অভিব্যক্তি যেমন দর্শককে দিত টানটান উত্তেজনা, তেমনি করত আতঙ্কিত। ঢাকাই সিনেমার নিয়মিত দর্শকেরা এতক্ষণে বুঝে গেছেন হচ্ছিল রাজীবের কথা। যার আসল নাম ওয়াসীমুল বারী রাজীব। ২০০৪ সালের ১৪ নভেম্বর ৫২ বছর বয়সে ক্যানসারে মারা যান তিনি। 

খল অভিনেতা রাজীব চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তবে তিনি অভিনয় জীবন শুরু হয়েছিল নায়ক চরিত্র দিয়ে। নায়ক হিসেবে খুব বেশি জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা তিনি পাননি। কেয়ামত থেকে কেয়ামত,  অন্তরে অন্তরে,  হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, দাঙ্গা, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার ও বুকের ভেতর আগুনের মতো অসম্ভব জনপ্রিয় ছবিতে অভিনয় করেন রাজীব।

২০০৪ সালে রাজীব যখন ক্যানসারের সঙ্গে লড়ছেন, হাসপাতালে ভর্তি তখন তাকে দেখতে গিয়ে ছিলেন চলচ্চিত্রের অনেকেই। ইলিয়াস কাঞ্চনও গিয়েছিলেন। এরপর হয়তো আর রাজীবের সঙ্গে সেভাবে দেখা হয়নি কারও। ২০০৪ সালের ১৪ নভেম্বর ৫২ বছর বয়সে না ফেরার দেশে চলে যান ঢাকাই সিনেমার শক্তিমান খল অভিনেতা ওয়াসীমুল বারী রাজীব।

ইলিয়াস কাঞ্চনের অনুরোধে চলচ্চিত্রের সঙ্গে জড়িত সবার উদ্দেশে কথা বলেন রাজীব। টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে রাজীব বলেন, আমি দীর্ঘদিন চলচ্চিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনাদের সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছি। কাজের সময়ে আপনাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকতে পারি। এটা থেকে যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দেবেন।

তিনি আরও বলেন, আমার জন্য সবাই আল্লাহর কাছ দোয়া করবেন। যাতে আমি পরকালে সিফা লাভ করতে পারি, শান্তিতে থাকতে পারি। আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের যেন সুখে-শান্তিতে রাখেন।

রাজীব অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘উছিলা, মিয়া ভাই’, ‘সত্য মিথ্যা’, ‘বীরাঙ্গনা সখিনা’, ‘হুমকি’, ‘মা মাটি দেশ’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘দুর্নীতিবাজ’, ‘প্রেম দিওয়ানা’, ‘টাকার অহংকার’, ‘মৃত্যুদণ্ড’, ‘বন্ধন’, ‘চাঁদাবাজ’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মীরজাফর’, ‘মিথ্যার রাজা’, ‘বেনাম বাদশা’, ‘আখেরি রাস্তা’, ‘বিদ্রোহী কন্যা’, ‘ক্ষমা’, ‘জবরদখল’, ‘প্রিয় তুমি’, ‘বিক্ষোভ’, ‘খলনায়ক’, ‘দেশদ্রোহী’, ‘লুটতরাজ’, ‘ভণ্ড’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘ভাত দে’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘মগের মুল্লুক’ ও স্বপ্নের বাসর প্রভৃতি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে