রবিবার, ১৮ মে, ২০২৫, ১২:৪৬:৩৯

দেশের বউ হয়ে দেশের সবচেয়ে বড় সম্পদকে সামলে রেখেছেন এ অভিনেত্রী

 দেশের বউ হয়ে দেশের সবচেয়ে বড় সম্পদকে সামলে রেখেছেন এ অভিনেত্রী

বিনোদন ডেস্ক : ভারতের প্রভাবশালী জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ক্রিকেট ও বলিউড, দুই অঙ্গনের এই দুই জনপ্রিয় তারকা ভালোবেসে ঘর বাঁধেন। বিরাটের প্রতি আনুশকার ভালোবাসা ও সমর্থন অনেকের জন্যই অনুকরণীয়। বহু তারকার চোখেই তাঁরা আদর্শ জুটি।

একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়ান যে কোনও পরিস্থিতিতে। বিশেষ করে আনুশকা। একদিকে যেমন নিজের ক্যারিয়ার সামলেছেন, তেমনি সামলেছেন বিরাটকে। একদম শুদ্ধ ভারতীয় নারীর মতো। দেশের বউ হয়ে দেশের সবচেয়ে বড় সম্পদকে সামলে রেখেছেন এ অভিনেত্রী।

তবে বলিউড নির্মাতা করণ জোহর একবার আনুশকাকে এই উপাধি দিয়েছিলেন। দেশের বউ হিসেবে আখ্যায়িত করেছিলেন একটি শো’তে।  

২০১৮ সালে আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ তাদের চলচ্চিত্র ‘জিরো’-এর প্রচারের জন্য ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট সিজন ৮’-এ উপস্থিত হন।

শোতে করণ জোহর তাদেরকে শাহরুখ খানের গান নিয়ে একটি কুইজে অংশগ্রহণ করান। একটি প্রশ্নে আনুশকা উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠেন এবং উত্তরের পর বলেন, ‘আমি সুযোগে চার মেরে দিলাম।’ এই ক্রিকেট-সংশ্লিষ্ট মন্তব্য শুনে করণ জোহর মজা করে বলেন, ‘আমাদের মেয়ে এত বড় হয়ে গেছে যে এখন ক্রিকেটের রসিকতা করছে। আপনি তো দেশের বউ, আমরা কিছু বলতেও পারি না।’

দীর্ঘদিনের সম্পর্কের পর আনুশকা শর্মা ও বিরাট কোহলি ২০১৭ সালে ইতালির তাসকানির ঐতিহাসিক ভিলা বোর্গো ফিনোচিয়েতোতে একান্ত পারিবারিক অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই বিয়ে ছিল অত্যন্ত গোপনীয় যা পরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

এই দম্পতির প্রথম সন্তান কন্যা ভামিকা জন্মগ্রহণ করে ২০২১ সালে। এরপর ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি তাদের পুত্র সন্তান আকায়ের জন্ম হয়। বিরাট ও আনুশকা তাদের ব্যক্তিগত জীবনকে সাধারণত ব্যক্তিগত রাখেন। সম্প্রতি দুজনের সম্পর্ক নিয়ে টানাপড়েনের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তারা একে অপরের সঙ্গে দারুণ দাম্পত্য জীবন পার করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে